ব্রেকিং:
জাকসু নির্বাচনের মঞ্চেই নিভে গেল তরুণ শিক্ষিকার আলো শুক্রবার দুপুরের মধ্যে ফলাফল ঘোষণা সম্ভব: জাকসু নির্বাচন কমিশন

শুক্রবার   ১২ সেপ্টেম্বর ২০২৫   ভাদ্র ২৮ ১৪৩২   ১৯ রবিউল আউয়াল ১৪৪৭

তরুণ কণ্ঠ|Torunkantho
২৭৯

ভারতের বিপক্ষে অ্যাডাম জাম্পাকে নিয়ে যে গুঞ্জন

স্পোর্টস ডেস্ক

প্রকাশিত: ২৪ জুন ২০১৯  

বল টেম্পারিং নিয়ে গত বছর রীতিমত তুলকালাম কাণ্ড ঘটে যায়। দক্ষিণ আফ্রিকার বিপক্ষে টেস্ট ম্যাচে বল টেম্পারিংয়ের দায়ে স্টিভেন স্মিথ, ডেভিড ওয়ার্নার ও ক্যামেরন ব্যানক্রাফট নিষিদ্ধও হন। চলমান বিশ্বকাপেও বল টেম্পারিংয়ের একটা গুঞ্জন অভিযোগ উঠেছিল। সেটাও ভারত-অস্ট্রেলিয়া ম্যাচে।

চলতি বিশ্বকাপের ১৪তম ও নিজেদের দ্বিতীয় ম্যাচে গত ৯ জুন অস্ট্রেলিয়ার বিপক্ষে মাঠে নামে ভারত। আগে ব্যাট করতে নেমে ৩৫২ রানের বিশাল সংগ্রহ দাঁড় করায় বিরাট কোহলির দল। জবাবে নির্ধারিত ৫০ ওভারে ৩১৬ রানে থামে অস্ট্রেলিয়া। ভারত ম্যাচটি জিতে নেয় ৩৬ রানে।

ওই ম্যাচেই দেখা যায়, অ্যাডাম জাম্পা বারবার পকেটে হাত দিচ্ছেন। মাঝে মধ্যে পকেট থেকে কিছু একটা বের করে হাতে চেপে ধরছেন। ফিল্ডিং এর পাশাপাশি বল করার সময়ও বারবার হাত ঢুকাচ্ছিলেন পকেটে। ম্যাচ শেষ হতেই  সামাজিক যোগাযোগমাধ্যমগুলোতে ওঠে ঝড়।

তবে কি স্মিথ-ওয়ার্নারদের পথেই হেঁটেছেন জাম্পা, বল টেম্পারিং করেছিলেন অজি এই লেগ স্পিনার?

উত্তরটা হলো না। খালি চোখে বা টিভি পর্দায় দেখে এমনটা মনে হলেও ঘটনা ছিল অন্যরকমই। আবহাওয়া এখন ভীষণ ঠান্ডা জুনের প্রথম সপ্তাহ থেকে লন্ডন, কার্ডিফ, ব্রিস্টলে তাপমাত্রা ৬ থেকে ১৩ ডিগ্রির মধ্যে উঠানামা করছিল। সেই সঙ্গে মাঝে-মধ্যেই বৃষ্টির আনাগোনা তো রয়েছেই।

সবমিলিয়ে এমন বৈরি আবহাওয়ার মধ্যে মাঠে ঠাণ্ডার সঙ্গে মানিয়ে নেওয়ার জন্যই পকেটে ইলেকট্রনিক্স পোর্টেবল পকেট ওয়ার্মার রাখা শুরু করেন ক্রিকেটাররা। পাতলা এই ডিভাইস পকেটের মধ্যে আরেকটা পকেটের মতো জায়গায় সেট করা থাকে। বরফের দেশে সাধারণত লোকেরা মাছ শিকারের সময় এই ডিভাইস ব্যবহার করে।
 
এ ছাড়া ইউরোপে প্রচণ্ড ঠাণ্ডার সময় এটা খুব বিক্রি হয়। এখানেও সুপারশপগুলোতে পনেরো থেকে কুড়ি পাউন্ডে বিভিন্ন ব্র্যান্ডের এই ডিভাইস বিক্রি হচ্ছে। আন্তর্জাতিক ক্রিকেটের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা আইসিসির অনুমতি নিয়ে শুধু অস্ট্রেলিয়াই নয়, বাংলাদেশসহ অন্যান্য দলগুলোও এটা ব্যবহার করছে।

এই বিভাগের আরো খবর