বৃহস্পতিবার   ১১ ডিসেম্বর ২০২৫   অগ্রাহায়ণ ২৬ ১৪৩২   ২০ জমাদিউস সানি ১৪৪৭

তরুণ কণ্ঠ|Torunkantho
২২

ভারতের ‘ধুরন্ধর’ সিনেমায় বেনজির ভুট্টোকে অসম্মানের অভিযোগ

মোঃ মোসাদ্দেক হোসাইন ইমন

প্রকাশিত: ৯ ডিসেম্বর ২০২৫  

ভারতের আলোচিত চলচ্চিত্র ‘ধুরন্ধর’ বক্স অফিসে কার্যকর সাড়া ফেললেও ক্রমশ নতুন বিতর্কে জড়াচ্ছে। সর্বশেষ অভিযোগ উঠেছে– পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী বেনজির ভুট্টোর ছবি বেআইনি ভাবে সিনেমাটিতে ব্যবহার করা হয়েছে এবং পাকিস্তান পিপলস পার্টি (পিপিপি)-কে সন্ত্রাসবাদে সহানুভূতিশীল হিসেবে উপস্থাপন করা হয়েছে।

 

সামাজিক যোগাযোগমাধ্যমে ক্ষোভ প্রকাশ করে পিপিপি-র মুখপাত্র ও সিন্ধ টাস্কফোর্স সদস্য সুমেতা আফজল সইদ লিখেছেন, সম্প্রতি মুক্তিপ্রাপ্ত ভারতীয় চলচ্চিত্র ‘ধুরন্ধর’-এ শহীদ বেনজির ভুট্টোর ছবি অবৈধভাবে ব্যবহার করা হয়েছে। পাশাপাশি এমনভাবে দেখানো হয়েছে যেন পাকিস্তান পিপলস পার্টি সন্ত্রাসবাদকে সমর্থন করে।

 

তিনি দাবি করেন, পিপিপি বরাবরই পাকিস্তানে সন্ত্রাসবাদের বিরোধিতা করে এসেছে এবং অনেকবার তাদের নেতাকর্মীরা এর শিকার হয়েছেন। তাঁর ভাষ্য– “বিকৃত তথ্য ও ইতিহাস উপস্থাপনের বিরুদ্ধে আমরা কঠোর নিন্দা জানাই। পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী এবং আন্তর্জাতিকভাবে সম্মানিত নেত্রীকে অপমান করার ঘটনায় সরকার যেন ভারতের বিরুদ্ধে পদক্ষেপ গ্রহণ করে।”

 

শুধু সিন্ধ নয়, বালোচিস্তান থেকেও ছবি নিয়ে আপত্তি জানানো হয়েছে। বালোচ মানবাধিকারকর্মীদের অভিযোগ ‘ধুরন্ধর’ ছবিতে বালোচিস্তানের স্বাধীনতা আন্দোলন ও ইতিহাসকেও ভুলভাবে তুলে ধরা হয়েছে।

 

এক বালোচ মানবাধিকারকর্মীর বিবৃতিতে বলা হয়, বালোচিস্তানের জনগণ কখনো ভারতের ক্ষতি করার জন্য আইএসআই-এর সাথে জোট বাঁধেনি। আমাদের ইতিহাস বিকৃতভাবে দেখানো হয়েছে। বালোচদের কাছে শক্তিশালী অস্ত্র থাকলে বহু আগেই পাকিস্তানকে পরাজিত করা যেত।

 

চলচ্চিত্রটি মুক্তির পর থেকেই রাজনৈতিক ও সামাজিক মহলে সমালোচনা থামছে না, যা ‘ধুরন্ধর’কে আলোচনার কেন্দ্রবিন্দুতে রেখেছে।

এই বিভাগের আরো খবর