শুক্রবার   ১৯ ডিসেম্বর ২০২৫   পৌষ ৪ ১৪৩২   ২৮ জমাদিউস সানি ১৪৪৭

তরুণ কণ্ঠ|Torunkantho
১৮

বয়স ৬০ পেরিয়ে জীবনের সহজ সমীকরণ মেলালেন ব্র্যাড পিট

বিনোদন ডেস্ক

প্রকাশিত: ১৮ ডিসেম্বর ২০২৫  

প্রায় চার দশকের দীর্ঘ ক্যারিয়ার, তবুও পর্দায় তাঁর জাদু আজও অম্লান। আজ ১৮ ডিসেম্বর, বিশ্ববিখ্যাত হলিউড তারকা ব্র্যাড পিটের জন্মদিন। বয়স ৬০-এর কোটা পেরিয়েছে, কিন্তু চলতি বছরও তিনি বক্স অফিসে ঝড় তুলেছেন তাঁর ‘এফ ওয়ান’ (F1) সিনেমা দিয়ে। নিজের জন্মদিন উপলক্ষে এক সাক্ষাৎকারে জীবন, ক্যারিয়ার এবং খ্যাতির বিড়ম্বনা নিয়ে এক সহজ সমীকরণ তুলে ধরেছেন এই অভিনেতা।

 

 

সম্প্রতি জিকিউ (GQ) ম্যাগাজিনকে দেওয়া এক সাক্ষাৎকারে ব্র্যাড পিট জানান, জীবনের এই পর্যায়ে এসে তিনি আগের চেয়ে অনেক বেশি ‘সংযত’ অনুভব করছেন। ফেলে আসা ভুলগুলো থেকে শিক্ষা নিয়েই তিনি আজ এই মানসিক শান্তিতে পৌঁছেছেন।

 

ব্র্যাড পিটের ভাষ্যে, জীবনের সমীকরণ এখন খুব সহজ—

“আমার বয়সে এসে আপনি বুঝতে পারেন, কাদের সঙ্গে থাকা জরুরি। যাদের আপনি চেনেন, যাদের ভালোবাসেন আর যারা আপনাকে ভালোবাসে। বন্ধু আর পরিবার—এই তো সব।”

 

 

দীর্ঘ ৩০ বছর ধরে ব্র্যাড পিটের ব্যক্তিগত জীবন সব সময় খবরের শিরোনামে থেকেছে। এই খ্যাতিকে তিনি দেখেন এক ধরণের ‘বিভ্রান্তি’ বা ‘বিরক্তি’ হিসেবে। তিনি বলেন, “খ্যাতিকে গুরুত্ব দিলে সেটা সময় নষ্টের কারণ হয়ে দাঁড়ায়। আমার জীবন এখন অনেক গোছানো। খ্যাতি এখন আমার কাছে শুধু একটা মাছির মতো—চারপাশে একটু ঘোরাফেরা করে, এর বেশি কিছু নয়।”

 

 

২০২৫ সালটি ব্র্যাড পিটের জন্য বিশেষভাবে স্মরণীয়। তাঁর অভিনীত সিনেমা ‘এফ ওয়ান’ বক্স অফিসে ৬৩০ মিলিয়ন ডলারের বেশি আয় করে তাঁর ক্যারিয়ারের সব রেকর্ড ভেঙে দিয়েছে। জোসেফ কোসিনস্কি পরিচালিত এই সিনেমায় তিনি একজন সাবেক রেসারের চরিত্রে অভিনয় করেছেন।

রেসিংয়ের অভিজ্ঞতা নিয়ে উচ্ছ্বসিত পিট বলেন, “ডাউনফোর্স কীভাবে কাজ করে বা উচ্চগতিতে বাঁক নেওয়ার রোমাঞ্চ—সবকিছুই অবিশ্বাস্য। আমি যদি একটু কম বয়সী হতাম, তবে হয়তো সত্যিই রেসিং ড্রাইভার হওয়ার চেষ্টা করতাম।”

গত সপ্তাহ থেকেই সিনেমাটি অ্যাপল টিভি প্লাসে স্ট্রিম হচ্ছে। ষাটোর্ধ্ব এই তারকা বুঝিয়ে দিয়েছেন, বয়স কেবল একটি সংখ্যা মাত্র; মনের শান্তি আর কাজের প্রতি ভালোবাসা থাকলে সাফল্যের শিখরে থাকা যায় যেকোনো বয়সেই।

এই বিভাগের আরো খবর