রোববার   ২৮ ডিসেম্বর ২০২৫   পৌষ ১৩ ১৪৩২   ০৮ রজব ১৪৪৭

তরুণ কণ্ঠ|Torunkantho
২৬১

ব্রাহ্মণবাড়িয়ায় মেয়ের বাড়িতে বেড়াতে এসে লাশ হলেন বৃদ্ধ

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি

প্রকাশিত: ১৭ জানুয়ারি ২০২৪  

ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলায় নিখোঁজের তিনদিন পর নদী থেকে রহমত আলী নামে এক বৃদ্ধের লাশ উদ্ধার করেছে পুলিশ। বুধবার ১৭ জানুয়ারি দুপুর ১২টার দিকে সরাইল উপজেলার শাহবাজপুর তিতাস নদীর সেতু এলাকা থেকে লাশটি উদ্ধার করা হয়। মৃত রহমত আলী উপজেলার নোয়াগাঁও ইউপির আইরুল এলাকার জহের আলীর ছেলে।

এ ঘটনার সত্যতা নিশ্চিত করে সরাইল থানার ওসি মো. এমরানুল ইসলাম জানান, রহমত আলী কিছুদিন আগে উপজেলার দেওড়া এলাকায় মেয়ের বাড়িতে বেড়াতে আসেন। গত ১৪ জানুয়ারি সন্ধ্যায় রহমত আলী নামাজের জন্য মসজিদে যান। এরপর তিনি আর বাড়ি ফেরেননি। পরে সব জায়গায় খুঁজাখুঁজি করে কোথাও তার সন্ধান না পেয়ে রহমত আলীর মেয়ে ১৫ জানুয়ারি সরাইল থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেন। বুধবার দুপুরে শাহবাজপুরে তিতাস নদীর সেতু এলাকায় তার লাশ পড়ে থাকতে দেখে স্থানীয়রা পুলিশকে খবর দেন। পরে পুলিশ এসে লাশ উদ্ধার করে।  
 

এই বিভাগের আরো খবর