রোববার   ২৮ ডিসেম্বর ২০২৫   পৌষ ১৩ ১৪৩২   ০৮ রজব ১৪৪৭

তরুণ কণ্ঠ|Torunkantho
১৯৪

ব্রাহ্মণবাড়িয়ায় প্রতিবন্ধী ব্যক্তিদের মাঝে শীতবস্ত্র বিতরণ

মোহাম্মদ ইদ্রিস, ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি

প্রকাশিত: ১৫ জানুয়ারি ২০২৪  

ব্রাহ্মণবাড়িয়ায় প্রতিবন্ধী ব্যক্তিদের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে। এ উপলক্ষে জেলা প্রশাসনের উদ্যোগে আয়োজিত অনুষ্ঠানে সহযোগিতায় ছিলেন ড্রিম ফর ডিজএ্যাবিলিটি ফাউন্ডেশন নামে একটি প্রতিষ্ঠান।

জেলা প্রশাসন ভবনের সামনে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, জেলা প্রশাসক মোহাম্মদ হাবিবুর রহমান। এসময় বক্তব্য রাখেন, সদর উপজেলা পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান এডভোকেট লোকমান হোসেন, ব্রাহ্মণবাড়িয়া প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক জাবেদ রহিম বিজন, নারীনেত্রী এডভোকেট তাসলিমা সুলতানা খানম নিশাত, দৈনিক ফ্রনটিয়ার পত্রিকার সম্পাদক আব্দুল মালেক, প্রথম আলোর জেলা প্রতিনিধি শাহাদাত হোসেন প্রমুখ। ড্রিম ফর ডিজএ্যাবিলিটি ফাউন্ডেশনের চেয়ারম্যান হেদায়েতুল আজিজ মুন্নার সঞ্চালনায় এসময় অন্যান্যের মাঝে উপস্থিত ছিলেন, অতিরিক্ত জেলা মো. আব্দুল্লাহ আল মামুন, অতিরিক্ত জেলা প্রশাসক সার্বিক মো: সাইফুল ইসলাম এবং বিভিন্ন বেসরকারি সংস্থার প্রতিনিধি, প্রিন্ট ও ইলেক্ট্রনিক্স মিডিয়ার সাংবাদিকবৃন্দ।

এসময় প্রায় দেড় শতাধিক প্রতিবন্ধী নারী পুরুষের মাঝে শীতবস্ত্র  হিসেবে কম্বল বিতরণ করা হয়।
পরে জেলা প্রশাসক তিতাস নদীর তীরবর্তী আশ্রয়ণ প্রকল্পের বেদেপল্লীতে যান। সেখানেও তিনি প্রতি ঘরে ঘরে নিজ হাতে শীতবস্ত্র বিতরণ করেন। এসময় তিনি সকলের খোঁজ খবর নেন। এসময় জেলা প্রশাসক মোহাম্মদ হাবিবুর রহমান বলেন, যারা সরকারের সুবিধা ভোগ করছেন, তারা তাদের জায়গা নিয়মিত পরিষ্কার রাখবেন। কোনো ঝামেলায় না জড়িয়ে এলাকাকে মাদক ও ধুমপান মুক্ত রাখতে হবে। বৃক্ষরোপণ করে পরিবেশ সুন্দর রাখার প্রতি গুরুত্বারোপ করেন জেলাপ্রশাসক।

এই বিভাগের আরো খবর