শুক্রবার   ১৬ মে ২০২৫   জ্যৈষ্ঠ ২ ১৪৩২   ১৮ জ্বিলকদ ১৪৪৬

তরুণ কণ্ঠ|Torunkantho
৩৭৩

বেপরোয়া হিরো আলম, এবার গাইলেন ‘বাবা তোমার দরবারে সব পাগলের খেলা’

তরুণ কণ্ঠ ডেস্ক

প্রকাশিত: ২ ফেব্রুয়ারি ২০২১  

আনিসুর রহমান (ছদ্ম নাম)। গত কয়েকবছর ধরে সমালোচনা আলোচনা যাই বলেন সব কিছুই করেন এই হিরো আলমের বিরুদ্ধে।  হিরো আলমকে তিনি মোটেও পছন্দ করেননা তার কার্যকলাপ দেখে। তবুও কেন যেন তিনি বার বার তার সব প্রকাশিত গান, নাটক দেখে ফেলেন আর লাগামহীনভাবে সেফুদার ভাসায় শব্দ বোমা নিক্ষেপ করেন।  তার ভাষায় হিরো আলমে মিডিয়া জগতে বেপরোয়া একজন শিল্পি।

মডেল, নায়ক পরিচয় ছাড়িয়ে হিরো আলম এখন পুরাদস্তুর গায়ক হয়ে একের পর এক গান প্রকাশ করে চলেছেন। সেই ধারাবাহিকতায় এবার আশরাফুল আলম ওরফে হিরো আলম গাইলেন ‘বাবা তোমার দরবারে’ গানটি।
 
গানের জন্য বরাবরের মতো সমালোচিত হলেও হিরো আলম সেসব সমালোচনাকে পাত্তা দিতে রাজি নন। তার বক্তব্য, শ্রোতারা ইচ্ছে হলে শুনবেন। তিনি তো আর জোরাজুরি করছেন না। তিনি বিনোদন দিতে এসেছেন।

হিরো আলমের এই বিনোদন দেওয়ার প্রচেষ্টায় যোগ হলো আরও একটি গান। গানের শিরোনাম ‘বাবা তোমার দরবারে’। সোমবার (১ ফেব্রুয়ারি) হিরো আলমের নিজস্ব ইউটিউব চ্যানেলে গানটি প্রকাশিত হয়েছে। 

এই বিভাগের আরো খবর