রোববার   ০৪ মে ২০২৫   বৈশাখ ২০ ১৪৩২   ০৬ জ্বিলকদ ১৪৪৬

তরুণ কণ্ঠ|Torunkantho
১০৬

বৃহস্পতিবার সকালে রাজধানীর কুর্মিটোলা জেনারেল হাসপাতালের সামনে বা

প্রকাশিত: ৭ এপ্রিল ২০২২  

রাজধানীর কুর্মিটোলা জেনারেল হাসপাতালের সামনে যাত্রীবাহী একটি বাসের ধাক্কায় অপর একটি যাত্রীবাহী সিএনজি ধুমড়ে-মুচড়ে যায়। এতে গুরুতর আহত হয়ে সিএনজির ভেতরেই আটকা পড়েন চালক। বৃহস্পতিবার (৭ এপ্রিল) সকালে রাজধানীর এয়ারপোর্ট রোডের কুর্মিটোলা জেনারেল হাসপাতালের সামনে এ ঘটনা ঘটে।

আহত সিএনজিচালকের নাম মো. আব্দুল মতিয়ার (৪৫)। তিনি জামালপুরের দেওয়ানগঞ্জ উপজেলার দক্ষিণ মহামারী গ্রামের বাসিন্দা।

 

এ ব্যাপারে কুর্মিটোলা ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশনের সিনিয়র স্টেশন অফিসার মো. সফিকুল ইসলাম ঢাকাপ্রকাশকে বলেন, ফকিরাপুল থেকে উত্তরা ৯ নং সেক্টরে যাত্রী নিয়ে যাচ্ছিল ওই সিএনজিচালক। পথিমধ্যে কুর্মিটোলা জেনারেল হাসপাতালের সামনে যাত্রীবাহী একটি বাস সিএনজিটিকে পেছন থেকে ধাক্কা দেয়। এতে করে সিএনজি ধুমড়ে মুচড়ে যায় ও ভেতরে চালক আটকা পড়ে।

তিনি আরও বলেন, সংবাদ পেয়ে ঘটনাস্থলে পৌঁছে অত্যাধনিক প্রযুক্তি ব্যবহার করে দ্রুত সময়ের মধ্যে গুরুতর আহত অবস্থায় সিএনজিচালকে উদ্ধার করা হয়। পরে ফায়ার সার্ভিসের অ্যাম্বুলেন্সযোগে তাকে রাজধানীর পঙ্গু হাসপাতালে পাঠানো হয়।

এ দুর্ঘটনায় চালকের ডান হাত ভেঙে গেছে। এ ছাড়াও সিএনজিতে থাকা এক যাত্রী আহত হন বলে জানান এই কর্মকর্তা।

এই বিভাগের আরো খবর