মঙ্গলবার   ০৪ নভেম্বর ২০২৫   কার্তিক ২০ ১৪৩২   ১৩ জমাদিউল আউয়াল ১৪৪৭

তরুণ কণ্ঠ|Torunkantho
৫২০

বানিয়াচংয়ের নবাগত ইউএনও মাহমুদা বেগম সাথীর যোগদান

এস এম খোকন ॥

প্রকাশিত: ১৪ জানুয়ারি ২০২৫  

হবিগঞ্জের বানিয়াচং উপজেলার নবাগত উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) হিসেবে মাহমুদা বেগম সাথী যোগদান করেছেন। মঙ্গলবার (১৪ জানুয়ারি) তিনি যোগদান করেন। যোগদানের পর তিনি ভারপ্রাপ্ত ইউএনও ও সহকারী কমিশনার (ভূমি) মোঃ সাইফুল ইসলামের কাছ থেকে দায়িত্ব বুঝে নেন। এদিকে বিদায়ী ইউএনও মোঃ  মাহবুবুর রহমান ইতিমধ্যে অন্যত্র বদলি হয়ে যোগদান করেছেন।
সকালে নবাগত ইউএনও মাহমুদা বেগম সাথী উপজেলা পরিষদে এলে উপজেলা নির্বাহী অফিসার (ভারপ্রাপ্ত) মোঃ সাইফুল ইসলামের নেতৃত্বে উপজেলায় কর্মরত বিভিন্ন দফতরের অফিসারগণ তাকে ফুল দিয়ে স্বাগত জানান। হবিগঞ্জের পাশ্ববর্তী ব্রাহ্মণবাড়িয়া জেলার কৃতি সন্তান মাহমুদা বেগম সাথী ৩৬ তম বিসিএসের মাধ্যমে প্রশাসন ক্যাডারে সুপারিশপ্রাপ্ত হয়ে এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট হিসেবে সরকারি চাকুরীতে যোগ দেন। এরপর থেকে তিনি বিভিন্ন স্থানে দায়িত্ব পালন করে যাচ্ছেন। বানিয়াচং উপজেলায় দায়িত্ব পালনে তিনি সকলের সহযোগিতা কামনা চেয়েছেন। 

ছবি ক্যাপঃ নবাগত ইউএনও মাহমুদা বেগম সাথীকে ফুল দিয়ে স্বাগত জানান জানাচ্ছেন ভারপ্রাপ্ত ইউএনও সহ বিভিন্ন দফতরের কর্মকর্তারা।

এই বিভাগের আরো খবর