বৃহস্পতিবার   ১০ অক্টোবর ২০২৪   আশ্বিন ২৫ ১৪৩১   ০৬ রবিউস সানি ১৪৪৬

তরুণ কণ্ঠ|Torunkantho
৯৬

বাদী চেনেন না আসামিকে,আর আসামী চিনে না বাদীকে

তরুণ কণ্ঠ রিপোর্ট

প্রকাশিত: ৩০ সেপ্টেম্বর ২০২৪  

বাদী চেনেন না আসামিকে, আর আসামী চিনে না বাদীকে,বাদীর অভিযোগ তারা এমন এজাহার দেননি, এমনকি তারা জানেন না আসামি কারা। ছাত্রজনতার অভ্যুত্থানে

গত ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর গোয়াইনঘাটের সোনারহাট বিজিবি ক্যাম্পে হামলার ঘটনায় একাধিক মামলায় কিছু নিরীহ,নিরপরাধ, নিরপেক্ষ মানুষকে আসামি করা হয়েছে। অধিকাংশ ক্ষেত্রে দেখা গেছে, পুরোনো শত্রুতা থেকে  ফাঁসাতে এসব মামলা হয়েছে। 

 

এসব হয়রানিমুলক মামলার প্রতিবাদে গতকাল বিকেলে উপজেলার মাতুরতল বাজারে বিক্ষোভ সমাবেশ করেছে গোয়াইনঘাটের পশ্চিম জাফলং ইউনিয়ন ছাত্র সংসদ। অনুষ্ঠিত সমাবেশে বক্তারা বলেন,অনতিবিলম্বে এসব মামলা থেকে সকল নির্দোষ ও নির অপরাধী মানুষ কে হয়রানি বন্ধ ও মামলা থেকে নাম প্রত্যাহার করতে হবে।

 

সংগঠনের সভাপতি আজিম উদ্দিন এর সভাপতিত্বে 

 মাতুরতল বাজারে অনুষ্ঠিত সমাবেশেন বক্তব্য রাখেন পশ্চিম জাফলং ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান কামাল উদ্দিন,বিশিষ্ট মুরব্বিও জামায়াত নেতা চেরাগ আলী কালা, পশ্চিম জাফলং ইউনিয়ন ছাত্র সংসদের উপদেষ্টা মাষ্টার সুলেমান উদ্দিন, জামায়াত নেতা আজিজুর রহমান আজিজ, প্রবীণ বিএনপি নেতা আব্দুল মান্নান গৌছ, আব্দুল মুতলিব,ইউপি সদস্য আব্দুল কাদির,বিএনপি নেতা জাবের আহমদ , আব্দুল সামাদ আযাদ, মনজুর আহমদ।

 

সাবেক সাধারণ সম্পাদক জাহেদ আহমদ ও রুম্মান আহমদ রিমাল এর যৌথ পরিচালনায় বক্তব্য রাখেন,কবির হোসেন, শাহজাহান আহমদ সাজু,যুবদল নেতা হেলাল উদ্দিন, সাবেক শিবির নেতা আসাদ উদ্দিন। ছাত্র সংসদের সাবেক সভাপতি এস এম রুহেল উদ্দিন, কয়েস আহমদ, সদস্য জাবেদ ওমর , মাহমুদুল হাসান, আযাদ আহমদ, আরিফ, জাকারিয়া, নাঈম, সুলতান, জাকারিয়া, হাসিবুর, মোহাম্মদ জাকারিয়া সহ সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।

এই বিভাগের আরো খবর