বৃহস্পতিবার   ১৫ জানুয়ারি ২০২৬   মাঘ ১ ১৪৩২   ২৬ রজব ১৪৪৭

তরুণ কণ্ঠ|Torunkantho
১৩৪

বাগদাদে মার্কিন হামলায় ইরানপন্থি মিলিশিয়া নেতাসহ নিহত ৩

আন্তর্জাতিক ডেস্ক    

প্রকাশিত: ৮ ফেব্রুয়ারি ২০২৪  

ইরাকের রাজধানী বাগদাদে মার্কিন ড্রোন হামলায় ইরানপন্থি এক মিলিশিয়া কমান্ডার নিহত হয়েছেন। এক প্রতিবেদনে জানানো হয়েছে, কাতাইব হিজবুল্লাহ দলের এক নেতা এবং তার দুই রক্ষীকে বহনকারী একটি গাড়িতে হামলা চালানো হয়েছে। বাগদাদের পূর্বাঞ্চলে চালানো ওই হামলায় কাতাইব হিজবুল্লাহর ওই কমান্ডারসহ তিনজন নিহত হয়েছেন। খবর বিবিসির।

পেন্টাগনের পক্ষ থেকে বলা হয়েছে, ওই অঞ্চলে মার্কিন বাহিনীর ওপর হামলা পরিচালনার জন্য ইরানপন্থি ওই মিলিশিয়া কমান্ডার দায়ী ছিলেন।

গত মাসে জর্ডানে অবস্থিত একটি মার্কিন ঘাঁটিতে হামলার জন্য ইরানপন্থি ওই গোষ্ঠীকে দায়ী করেছে যুক্তরাষ্ট্র। ওই হামলায় তিন মার্কিন সেনা নিহত হয়।

স্থানীয় সময় বুধবার রাতে বাগদাদের কাছাকাছি অবস্থিত মাশতাল শহরে ড্রোন হামলা চালায় মার্কিন বাহিনী। সে সময় কয়েক দফা ভয়াবহ বিস্ফোরণের শব্দ পাওয়া গেছে।

ব্যস্ত রাস্তায় একটি চলন্ত গাড়ির ওপর সুনির্দিষ্ট হামলা চালানো হয়। গাড়িটি একটি ধ্বংসস্তূপে পরিণত হয়েছে। জানা গেছে, ওই হামলায় কাতাইব হিজবুল্লাহর নিহত শীর্ষ নেতার নাম আবু বাকির আল সাদি।

এর আগে গত ৪ জানুয়ারি, মার্কিন বিমান হামলায় বাগদাদে হারাকাত আল নুজাবার এক শীর্ষ নেতা নিহত হয়। গত ৭ অক্টোবর ইসরায়েল এবং হামাসের মধ্যকার সংঘাতের পর থেকে ওই অঞ্চলে মার্কিন বাহিনীর ওপর ১৬৫টির বেশি রকেট ও ড্রোন হামলার ঘটনা ঘটেছে।

পেন্টাগন জানিয়েছে, জঙ্গি গোষ্ঠী ইসলামিক স্টেটের (আইএস) বিরুদ্ধে লড়াইয়ের মিশনে ইরাকে যুক্তরাষ্ট্রের প্রায় আড়াই হাজার সেনা রয়েছে। এছাড়া প্রতিবেশী সিরিয়ায় রয়েছে আরও ৯০০ মার্কিন সেনা।

এই বিভাগের আরো খবর