বুধবার   ২১ জানুয়ারি ২০২৬   মাঘ ৮ ১৪৩২   ০২ শা'বান ১৪৪৭

তরুণ কণ্ঠ|Torunkantho
২০

বাংলাদেশের অবস্থান সমর্থন করে আইসিসিকে চিঠি পিসিবির

স্পোর্টস ডেস্ক

প্রকাশিত: ২১ জানুয়ারি ২০২৬  

আগামী মাসের শুরুতে অনুষ্ঠেয় টি-টোয়েন্টি বিশ্বকাপকে সামনে রেখে বাংলাদেশের নিরাপত্তা শঙ্কা ও ভেন্যু পরিবর্তনের দাবির বিষয়ে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলকে (আইসিসি) চিঠি দিয়েছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। চিঠিতে রাজনৈতিক অস্থিরতার প্রেক্ষাপটে ভারতে গিয়ে খেলতে না চাওয়ার বিষয়ে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) অবস্থানকে সমর্থনের কথা জানানো হয়েছে।

 

ক্রিকেট বিষয়ক আন্তর্জাতিক সংবাদমাধ্যম ইএসপিএনক্রিকইনফো জানিয়েছে, আইসিসির বোর্ড সদস্যদের অন্তর্ভুক্ত করেই এই চিঠি পাঠানো হয়েছে। বাংলাদেশের অংশগ্রহণ ও ম্যাচের ভেন্যু নিয়ে আইসিসির চূড়ান্ত সিদ্ধান্তের ঠিক আগমুহূর্তে পিসিবির এই অবস্থান জানানোর ঘটনাটি গুরুত্বপূর্ণ বলে মনে করা হচ্ছে।

 

নিরাপত্তাজনিত কারণ দেখিয়ে ভারতের পরিবর্তে শ্রীলঙ্কায় বাংলাদেশের ম্যাচ আয়োজনের আবেদন আগেই আইসিসির কাছে জমা দিয়েছে বিসিবি। এ বিষয়ে বুধবার (২১ জানুয়ারি) আইসিসি বোর্ড সভা আহ্বান করেছে, যেখানে বাংলাদেশের ভেন্যু পরিবর্তনের বিষয়টি আলোচনায় আসবে বলে জানা গেছে।

 

তবে সংশ্লিষ্ট সূত্রগুলোর ধারণা, পিসিবির পাঠানো এই সমর্থনমূলক চিঠি বাংলাদেশের ম্যাচের ভেন্যু পরিবর্তনের বিষয়ে আইসিসির সিদ্ধান্তে বড় ধরনের প্রভাব ফেলতে নাও পারে। এর আগে একাধিক দফা আলোচনা হলেও এ ইস্যুতে সংশ্লিষ্ট পক্ষগুলো তাদের অবস্থান থেকে সরে আসেনি।

 

বাংলাদেশ ক্রিকেট বোর্ড গ্রুপপর্বের সব ম্যাচ ভারত থেকে সরিয়ে শ্রীলঙ্কায় আয়োজনের দাবি জানিয়ে আসছে। বিষয়টির চূড়ান্ত নিষ্পত্তির লক্ষ্যে আইসিসি বোর্ড সভার আয়োজন করা হয়েছে।

 

উল্লেখ্য, এই বিতর্কের সূত্রপাত হয় আইপিএলের দল কলকাতা নাইট রাইডার্স হঠাৎ করে মোস্তাফিজুর রহমানকে দল থেকে বাদ দেওয়ার ঘটনায়। আনুষ্ঠানিকভাবে কারণ স্পষ্ট না করা হলেও রাজনৈতিক অস্থিরতার প্রসঙ্গ উঠে আসে। এর পরপরই বাংলাদেশ সরকার জানায়, বর্তমান পরিস্থিতিতে বাংলাদেশ দল ভারতে গিয়ে ম্যাচ খেলবে না।

এই বিভাগের আরো খবর