বুধবার   ২১ জানুয়ারি ২০২৬   মাঘ ৮ ১৪৩২   ০২ শা'বান ১৪৪৭

তরুণ কণ্ঠ|Torunkantho
৩৩

বাঁধন বুটেক্স ইউনিটের নেতৃত্বে পিয়াল-শিহাব

মনছুর রহমান,বুটেক্স প্রতিনিধি

প্রকাশিত: ২১ জানুয়ারি ২০২৬  

স্বেচ্ছায় রক্তদাতাদের সংগঠন ‘বাঁধন’ বাংলাদেশ টেক্সটাইল বিশ্ববিদ্যালয় (বুটেক্স) ইউনিটের কার্যকরী কমিটি-২০২৬ গঠিত হয়েছে। কমিটিতে সভাপতি হিসেবে মনোনীত হয়েছেন টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং ম্যানেজমেন্ট বিভাগের ৪৮তম ব্যাচের শিক্ষার্থী পিয়াল আহমেদ এবং একই ব্যাচের টেক্সটাইল মেশিনারি ডিজাইন অ্যান্ড মেইনটেন্যান্স বিভাগের শিক্ষার্থী শিহাব উদ্দিন মারুফকে সাধারণ সম্পাদক হিসেবে মনোনীত করা হয়েছে। পাশাপাশি জোনাল প্রতিনিধি হিসেবে আছেন ওয়েট প্রসেস ইঞ্জিনিয়ারিং বিভাগের ৪৭তম ব্যাচের শিক্ষার্থী নাঈম উদ্দিন তৌকির।


মঙ্গলবার (২০ জানুয়ারি) বিকাল ৪টায় বিশ্ববিদ্যালয়ের সেমিনার রুমে বাঁধন বুটেক্স ইউনিটের বার্ষিক সাধারণ সভা ও দায়িত্ব হস্তান্তর-২০২৫ অনুষ্ঠিত হয়। এ সময় উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার অধ্যাপক ড. রাশেদা বেগম দিনা, শিক্ষার্থী কল্যাণ পরিচালক ড. মো. মশিউর রহমান খাঁন, ঢাকা উত্তর ও দক্ষিণ জোনের উপদেষ্টা মো. রাকিবুল ইসলাম, ঢাকা উত্তর জোনের সভাপতি মো. শিহাব শারার উজ্জ্বল, ঢাকা উত্তর জোনের সাধারণ সম্পাদক সায়ফিন আহমেদ ফিরোজ, ইউনিটের উপদেষ্টা জাহিদুল ইসলাম সৌরভ, ইউনিটের কর্মী ও অ্যালামনাইসহ সাধারণ শিক্ষার্থীরা। সভার শেষাংশে সদ্য সাবেক সভাপতি হিমেল রয় বাঁধন বুটেক্স ইউনিট ও চারটি হল সাব-ইউনিটের কার্যকরী কমিটি ঘোষণা করেন।

 

কমিটির অন্য সদস্যরা হলেন সহ-সভাপতি ফারহান আবসার খান ও মেহেদী হাসান হিমেল, সহ-সাধারণ সম্পাদক আরিফুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক সজীব হাসান, সহ-সাংগঠনিক সম্পাদক মো. আবিদ হাসান শিশির, দপ্তর সম্পাদক মুশফিক হোসেন নাবিল, কোষাধ্যক্ষ কানিজ ফাতেমা চিশতি, প্রচার ও প্রকাশনা সম্পাদক শিহাবুল ইসলাম ও তথ্য ও শিক্ষা বিষয়ক সম্পাদক নিলয় সূত্রধর। এছাড়া নির্বাহী সদস্যরা হলো আল আমিন হাসান, হোসনে আকরাম সোহান, অহর্নিশ সাহা তুলিব, বিশাল চক্রবর্তী ও অন্বেশা কুমকুম সরকার।


বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার অধ্যাপক ড. রাশেদা বেগম দিনা বলেন, বাঁধন একটি স্বেচ্ছাসেবামূলক সংগঠন। এই সংগঠনটি মানবতার সেবায় নিয়োজিত আছে। রক্তদান অতি মহৎ একটি কাজ, যা মানুষের মানবিক উন্নয়ন ঘটায়। মানুষ হিসেবে আমরা একে অন্যকে যদি সাহায্য করতে পারি, এটা নিজের সাথে অন্যের সাহায্য দুটিই হয়ে যায়। বাঁধনের দলগত কাজের সাথে যেসব সাধারণ শিক্ষার্থীরা যুক্ত আছে তারা সবাই উপকৃত হচ্ছে। কারণ এখানে অল্পসময়ের মধ্যে রক্তের যে সোর্সিং আমরা করছি, রক্ত সংগ্রহ এবং বিতরণ করা হচ্ছে, যার ফলে টিম ম্যানেজমেন্ট শেখা হয়ে যাচ্ছে, যেটির প্রতিফলন তোমরা কর্মজীবনে দেখতে পাবে। আর ঢাকা উত্তর জোনের মধ্যে বাঁধন বুটেক্স ইউনিটের প্রতিনিয়ত সক্রিয় অবদান রাখার কারণে তোমাদের বিশ্ববিদ্যালয়, বুটেক্সের নামও সমুন্নত হচ্ছে। যা তোমাদেরই বড় অর্জন। আমরা প্রশাসনের পক্ষ থেকে সর্বাত্মক সহযোগিতা করবো, আমরা চাই আমাদের শিক্ষার্থীরা এধরণের মানবকল্যাণমূলক কাজের সাথে আরো বেশি যুক্ত থাকুক। 


বাঁধন ঢাকা উত্তর জোনের সাধারণ সম্পাদক সায়ফিন আহমেদ ফিরোজ জানান, বাঁধন বুটেক্স ইউনিট ঢাকা উত্তর জোনের সব থেকে গুরুত্বপূর্ণ একটি ইউনিট, যেটি ২০০৬ সাল থেকে কার্যক্রম পরিচালনা করে যাচ্ছে। আমরা যারা রক্তদান করি তারা তো নিয়মিত রক্তদান করবো, আর রক্তদান করতে পারেনা এমনও অনেকে আছে, আপনারা রক্তদানে সহযোগিতা করতে পারেন। 


এ অঞ্চলের আশেপাশে কিছু গুরুত্বপূর্ণ হাসপাতাল আছে, যেখানে আপনারা নিয়মিত রক্তদান করবেন। আর আপনাদের অনেকেরই পরিচিত লোক বা বন্ধু বিভিন্ন ক্যাম্পাসে আছে, তাদেরও রক্তদান করতে উৎসাহিত করবেন, আপনার বিভাগে যারা আছে তাদেরকেও রক্তদানে উৎসাহিত করবেন। নিজে রক্তদান করবেন এবং অন্যদেরকে রক্তদান করাতে সহযোগিতা করবেন।

 

সংগঠনটির নবনিযুক্ত সভাপতি পিয়াল আহমেদ বলেন, বাঁধনের নবনির্বাচিত সভাপতি হিসেবে এই দায়িত্ব আমার জন্য সম্মান ও মানবিক অঙ্গীকারের প্রতীক। স্বেচ্ছায় রক্তদান, বিভিন্ন মানব সেবামূলক কার্যক্রম পরিচালনার মাধ্যমে জীবন বাঁচানো, মানব সেবার এই মহৎ কাজে সকলকে সঙ্গে নিয়ে আরও সংগঠিত ও কার্যকরভাবে এগিয়ে যাওয়াই হবে আমার লক্ষ্য।

 

নবনিযুক্ত সাধারণ সম্পাদক শিহাব উদ্দিন মারুফ বলেন, বাঁধন শুধু একটি সংগঠন নয় বরং এটি মানবতার প্রতীক। সাধারণ সম্পাদক হিসেবে আমার লক্ষ্য বুটেক্স ইউনিটকে আরও সংগঠিত ও সক্রিয় করা এবং সদস্যদের একসাথে নিয়ে মানবিক কাজগুলোকে গতিশীল করা। সবার সহযোগিতায় নিয়মিত রক্তদান ও সচেতনতামূলক কার্যক্রম আরও শক্তিশালী করা হবে। আমি সবার দোয়া ও সহযোগিতা কামনা করি।


উল্লেখ্য, সংগঠনটির ২০২৫ সালের কার্যকরী কমিটি সর্বমোট ৮০১ ব্যাগ রক্তদান করতে সমর্থ হয়। এছাড়া রক্তদানে উদ্বুদ্ধকরণ, বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয়, বৃক্ষরোপণ কর্মসূচিসহ নানা সামাজিক কাজ করে আসছে বাঁধন বুটেক্স ইউনিট।

এই বিভাগের আরো খবর