শুক্রবার   ০২ মে ২০২৫   বৈশাখ ১৮ ১৪৩২   ০৪ জ্বিলকদ ১৪৪৬

তরুণ কণ্ঠ|Torunkantho
১৩৯

বলৎকারের চেষ্টাকালে চিৎকার দেয়ায় খুন হয় শিশু শিহাব

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ২১ জানুয়ারি ২০২৩  

গাজীপুরে বলৎকারের চেষ্টাকালে চিৎকার দেয়ায় শিশু শিহাবকে (৬) খুন করে মুরগি চাচ্চু নাসির মিয়া। ঘটনার প্রায় দেড়বছর পর নাসিরকে গ্রেফতার এবং ক্লুলেস এ ঘটনার রহস্য উন্মোচন করেছে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)। গ্রেফতারকৃত নাসির মিয়া (২৮) নোয়াখালীর কবিরহাট উপজেলার সোনাপুর জমিদার হাটের পাকমুন্সীহাট এলাকার কামাল মিয়ার ছেলে। শুক্রবার (২০ জানুয়ারি) বিকেলে গাজীপুর পিবিআই’র পুলিশ সুপার মোহাম্মদ মাকছুদের রহমান এ তথ্য জানিয়েছেন। 

পিবিআই’র পুলিশ সুপার মোহাম্মদ মাকছুদের রহমান জানান, গাজীপুর সিটি করপোরেশনের মাজুখান বাগেরটেক এলাকার ভাড়া বাসায় থেকে স্থানীয় ফারুকের মুরগি ও ফিডের দোকানে কাজ করতো আসামি নাসির মিয়া। অন্য মুরগি দোকানে এসে ফিড খেয়ে ফেলার সময় মুরগি তাড়ানোর জন্য নাসির খেলনা পিস্তল দিয়ে গুলি ছুড়তো। পাশের গলির জুয়েলের ছেলে শিহাব মাঝেমধ্যে ওই দোকানে এসে নাসিরের সঙ্গে খেলা করতো এবং গুলি কুড়িয়ে দিতো। নাসিরকে মুরগি চাচ্চু বলে ডাকতো ভিকটিম শিহাব। 

তিনি জানান, ২০২১ সালের ২৫ সেপ্টেম্বর দুপুরে নিখোঁজ হয় শিহাব। খোঁজাখুঁজির এক পর্যায়ে পরদিন মাজুখান এলাকার একটি বাড়ির সামনে তার লাশ পাওয়া যায়। পরে স্বজনরা লাশ বাড়ি নিয়ে যায়। খবর পেয়ে জিএমপির পূবাইল থানা পুলিশ লাশ উদ্ধার মর্গে পাঠায়। এ ব্যাপারে নিহতের দাদী বাদী হয়ে মামলা করেন। পূবাইল থানা পুলিশ এ হত্যাকাণ্ডের রহস্য উদঘাটন করতে না পারায় এর তদন্তভার পিবিআইয়ের নিকট হস্তান্তর করা হয়। পিবিআই’র তদন্ত কর্মকর্তা দীর্ঘ সময় তদন্তের পর শিশু শিহাব হত্যায় জড়িত থাকার তথ্য প্রমাণের ভিত্তিতে নাসির মিয়াকে গ্রেফতার করে। 
আসামির বরাত দিয়ে পিবিআই কর্মকর্তা আরও জানান, ঘটনার দিন নাসির ভাড়া বাসার কক্ষে ল্যাপটপে অশ্লীল ছবি দেখছিলেন। ওইদিন দুপুরে ভিকটিম শিহাব নাসিরের কক্ষে আসে। তখন নাসির শিহাবকে বলাৎকার করতে চাইলে সে চিৎকার দেয়। এক পর্যায়ে শিহাবের মুখ চেপে ধরলে তার দেহ নিথর-নিস্তেজ হয়ে যায়। পরে তার মৃতদেহ খাটের নিচে রেখে দরজা লাগিয়ে নাসির বাইরে চলে যায়। ওইদিন ভোর রাতে শিহাবের মরদেহ সালাম মুন্সীর বাড়ির পাশে ফেলে রাখে। ঘটনার তিন দিন পর নাসির এলাকা ছেড়ে চট্টগ্রাম চলে যায় এবং দুই দিন পরে চট্টগ্রাম থেকে ফিরে আসে। এক সপ্তাহ পর নাসির আবার ৪০ দিনের জন্য চিল্লায় চলে যায়। 

তিনি জানান, শিশু শিহাব হত্যার কথা স্বীকার করে ঘটনার সঙ্গে নিজেকে জড়িয়ে গাজীপুর আদালতে ১৬৪ ধারায় বিস্তারিত বর্ণনা দিয়ে স্বীকারোক্তি মূলক জবানবন্দি প্রদান করে গ্রেফতারকৃত নাসির। এর প্রেক্ষিতে ঘটনার প্রায় দেড়বছর পর শিশু শিহাব হত্যার রহস্য উদঘাটন করেছে পিবিআই। 

এই বিভাগের আরো খবর