বুধবার   ১২ নভেম্বর ২০২৫   কার্তিক ২৮ ১৪৩২   ২১ জমাদিউল আউয়াল ১৪৪৭

তরুণ কণ্ঠ|Torunkantho
২০৬

বঙ্গমাতা সাংস্কৃতিক জোট শাহজাদপুর উপজেলা শাখার পরিচিতি সভা

রাজশাহী প্রতিনিধি :

প্রকাশিত: ৩১ জানুয়ারি ২০২৩  

বঙ্গমাতা সাংস্কৃতিক জোট শাহজাদপুর উপজেলা শাখার পরিচিতি সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান-২০২৩ অনুষ্ঠিত হয়েছে। ৩০ জানুয়ারি (সোমবার) বিকেল ৪টায় রবীন্দ্র কাছারি বাড়ী মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বঙ্গমাতা সাংস্কৃতিক জোট কেন্দ্রীয় কমিটির প্রতিষ্ঠাতা সভাপতি আলহাজ্ব শেখ শাহ আলম।

অনুষ্ঠানের উদ্বোধন করেন সংগঠনের কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি চলচ্চিত্র পরিচালক মির্জা শাখাওয়াত হোসেন। 

বঙ্গমাতা সাংস্কৃতিক জোট শাহজাদপুর উপজেলা শাখার সভাপতি আব্দুল মতিনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক নাহিন খানের সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শাহজাদপুর উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মুস্তাক আহমেদ,বঙ্গমাতা সাংস্কৃতিক জোট সিরাজগঞ্জ জেলা শাখার সাধারণ সম্পাদক স্বপন চন্দ্র দাস,সাংগঠনিক সম্পাদক মাসুম রানা,শাহজাদপুর সরকারি কলেজের সহকারী অধ্যাপক মাহবুবুর রহমান মিলন,সহকারী অধ্যাপক আসমত আলী ও সম্মিলিত সাংস্কৃতিক কেন্দ্রের সভাপতি কোরবান আলী লাভলু। 

এ সময় বঙ্গমাতা সাংস্কৃতিক জোট কেন্দ্রীয় কমিটির প্রচার সম্পাদক ওমর ফারুক,অর্থ সম্পাদক আলভী সরকার,সাংস্কৃতিক সম্পাদক লাভলী শেখ,সিরাজগঞ্জ জেলা শাখার সাংস্কৃতিক সম্পাদক এস এম আরিফ,হাবিবুল্লাহ নগর ইউনিয়নের সাধারণ সম্পাদক আজাদ রহমান,যুগ্ন সাধারণ সম্পাদক জহুরুল হক প্রমুখ উপস্থিত ছিলেন।

এই বিভাগের আরো খবর