বুধবার   ১২ নভেম্বর ২০২৫   কার্তিক ২৭ ১৪৩২   ২১ জমাদিউল আউয়াল ১৪৪৭

তরুণ কণ্ঠ|Torunkantho
১৭৫

বঙ্গবন্ধু স্কয়ার ভাংচুরের ঘটনায় আপোস নয় সুষ্ঠু বিচার দাবি

মোঃ রাশেদুল ইসলাম

প্রকাশিত: ১ ফেব্রুয়ারি ২০২৩  

পঞ্চগড়ের তেঁতুলিয়া উপজেলার ১নং বাংলাবান্ধা ইউনিয়নে নির্মিত বঙ্গবন্ধু স্কয়ার ভাংচুরের ঘটনায় সমাধান নয় সুষ্ঠু তদন্ত সাপক্ষে দোষীর দৃষ্টান্তমূলক শাস্তির দাবি সর্বসাধারণের। উপজেলার ১নং বাংলাবান্ধা ইউনিয়নে এলাকার সৌন্দর্য বৃদ্ধি সহ বিভিন্ন দিক বিবেচনা করে তেঁতুলিয়া-বাংলাবান্ধা মহাসড়কের উপর পঞ্চগড় জেলা পরিষদ বঙ্গবন্ধু শেখ মুজিব স্কয়ার বাংলো নির্মাণ করেন। তৎকালিন জেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ্ব মোঃ আনোয়ার সাদাত সম্রাট ১০ এপ্রিল ২০২২ ইং তারিখে এর শুভ উদ্বোধন করেন। জাতীয় পতাকার আদলে তৈরি হওয়ায় গেইট সাদৃশ্য বাংলোটি সহজেই সবার নজর কারে। কিন্তু গত (৩০-ডিসেম্বর) ২০২২ ইং তারিখে ডাকবাংলোর জমি সংক্রান্ত বিষয়ে পূর্বশত্রুতার জেরে রাত আনুমানিক ৯.৫০ মিনিটে সুপরিকল্পিত ভাবে বাংলোয় আগত পর্যটকদের উপর হামলার ঘটনা ঘটে। এ সময় দ্বায়িত্বে থাকা কেয়ারটেকার মোঃ জামাল হোসেন (৫৩)'কে মারধর ও বঙ্গবন্ধু শেখ মুজিব স্কয়ার এর দুটি গ্লাস ভাংঙ্গা হয়। এ ঘটনায় কেয়ারটেকার মোঃ জামাল হোসেন বাদী হয়ে তেঁতুলিয়া মডেল থানা পুলিশের কাছে ১৫ জনের নাম উল্লখ করে একটি লিখিত অভিযোগ করেন। যার পরিপ্রেক্ষিতে  পুলিশ এক জনকে আটক করে আদালতে সোপর্দ করেন। এ বিষয়ে মামলার তদন্তকারী কর্মকর্তা তেঁতুলিয়া মডেল থানা পুলিশের এএসআই তপন কুমার রায় বলেন, সরকারি কর্মকর্তা বাদী হয়ে অভিযোগ করেছেন। তার অভিযোগের ভিত্তিতে একজনকে আটক করে আদালতে সোপর্দ করা হয়। পরবর্তীতে আটক ১জন সহ ১৪ জন জামিনে বেড়িয়ে আসেন। ১জন পলাতক রয়েছে। পলাতক আসামিকে গ্রেফতারের চেষ্টা চলছে। ১নং বাংলাবান্ধা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মোঃ কুদরত-ই-খুদা মিলন বলেন, যখন ঘটনাটি ঘটে তখন আমি ঢাকায় ছিলাম। কাজটি যেই করেছে খুব খারাপ করেছে। তিনি পকৃত দোষীদের আইনের আওতায় আনার দাবি জানিয়ে বলেন মামলার আর্জিতে নিরপরাধ ব্যক্তির নাম দেওয়া হয়েছে। তারা মুলত উচ্চ শব্দে সাউন্ড বক্স নিয়ে উল্লাসে নিষেধ করতে গিয়েছিল। মামলার বাদী মোঃ জামাল হোসেন বলেন, বিস্তারিত তথ্য অনুযায়ী উদ্ধতর্ন কর্তৃপক্ষের পরামর্শে অভিযোগ করা হয়েছে। আপোসের বিষয়ে আমি কিছু জানিনা। এ বিষয়ে জেলা পরিষদ পঞ্চগড় এর ভারপ্রাপ্ত প্রধান নির্বাহী কর্মকর্তা মুহাম্মদ সানিউল কাদের বলেন, জেলা পরিষদ পঞ্চগড় কতৃক বাংলাবান্ধায় নির্মিত বঙ্গবন্ধু শেখ মুজিব স্কয়ার এ ভাংচুরের ঘটনায় তেঁতুলিয়া মডেল থানায় লিখিত অভিযোগ করা হয়েছে। মামলার তদন্ত চলমান। দোষীদের আইনের আওতায় আনা হোক এটা আমরাও চাই। মামলার বিবাদীদের সাথে আপোসের বিষয়ে আমি কিছু জানিনা। সম্ভবত বর্তমান জেলা পরিষদ চেয়ারম্যান মহোদয় এ বিষয়ে কিছু জানেনা। এ বিষয়ে জেলা পরিষদ চেয়ারম্যান মোঃ আব্দুল হান্নান শেখ বলেন, বিষয়টি সম্পর্কে আমি তেমনভাবে জানিনা। তথ্য জেনে পরবর্তীতে বলতে পারবো। এদিকে বঙ্গবন্ধু শেখ মুজিব স্কয়ার এর গ্লাস ভাঙ্গার বিষয়ে ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানিয়েছেন সকলেই। সুষ্ঠু তদন্ত সাপক্ষে দোষীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জোর দ্বাবী সাধারণ মানুষের।

এই বিভাগের আরো খবর