মঙ্গলবার   ১১ নভেম্বর ২০২৫   কার্তিক ২৭ ১৪৩২   ২০ জমাদিউল আউয়াল ১৪৪৭

তরুণ কণ্ঠ|Torunkantho
৪৪

বগুড়ায় হত্যা মামলায় ৩ জনের ফাঁসি, ৩ জনের যাবজ্জীবন

প্রকাশিত: ১১ নভেম্বর ২০২৫  

বগুড়ার গাবতলীতে চেয়ারম্যান প্রার্থী তোজাম্মেল হক হত্যা মামলায় ৩ জনকে মৃত্যুদণ্ড এবং ৩ জনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। দীর্ঘ ৮ বছর বিচারিক প্রক্রিয়া শেষে মঙ্গলবার  (১১ নভেম্বর) বগুড়া জেলা ও দায়রা জজ আদালতের বিচারক শাহজাহান কবির এই রায় ঘোষণা করেন।

 

মামলার রায়ে ফাঁসির দণ্ডপ্রাপ্তরা হলেন— ১ নম্বর আসামি গুটু প্রামানিকের ছেলে বাবুল প্রাং (২৮), ৩ নম্বর আসামি আব্দুল মালেকের ছেলে মানিক (২৮) এবং ৭ নম্বর আসামি কমরুজ্জামানের ছেলে মিশু (২৭)। তারা সকলেই গাবতলীর দূর্গাহাটা ইউনিয়নের বাসিন্দা।

 

অন্যদিকে যাবজ্জীবন দণ্ডপ্রাপ্তরা হলেন— ২ নম্বর আসামি মৃত মোজাহার আলী প্রামানিকের ছেলে মাজেদুর রহমান (৪০), ৪ নম্বর আসামি মৃত মগলা প্রামানিকের ছেলে দেলোয়ার হোসেন দুলু (৫৮) এবং ৯ নম্বর আসামি বুধিয়া ভাঙা এলাকার বিশ্ব আকন্দের ছেলে আশিক (২৮)।

 

মামলার চার্জশিটভুক্ত ৫ নম্বর আসামি দেলোয়ার হোসেন দুলুর ছেলে শাখাওয়াত হোসেন পাপ্পু (২৬) ও মুনা ওরফে তৌহিদুল ইসলাম পল্লব ওরফে প্রমাণ (২০) ঘটনার সময় অপ্রাপ্তবয়স্ক হওয়ায় তাদের বিচার শিশু আদালতে চলমান রয়েছে।

 

উল্লেখ্য, ২০১৭ সালের ২৭ নভেম্বর গাবতলীর দুর্গাহাটা ইউনিয়নের বুধিয়া ভাঙা এলাকায় ইউপি চেয়ারম্যান প্রার্থী তোজাম্মেল হক (৪৫)-কে কুপিয়ে হত্যা করা হয়। নিহত তোয়াজমেল হক ছিলেন ওই ইউনিয়নের মৃত গুসমান মোল্লার ছেলে। প্রায় ৮ বছর পর এ মামলার রায় ঘোষণা হলো।

এই বিভাগের আরো খবর