ব্রেকিং:
‘বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া আজ সকাল ৬টায় ফজরের ঠিক পরে ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন) ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন—ফজরের পর ইন্তেকাল করেছেন বেগম খালেদা জিয়া সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া আর বেঁচে নেই...

মঙ্গলবার   ৩০ ডিসেম্বর ২০২৫   পৌষ ১৬ ১৪৩২   ১০ রজব ১৪৪৭

তরুণ কণ্ঠ|Torunkantho
১৪০

ফেনী সাংবাদিক ইউনিটির কমিটি গঠন

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ২২ মে ২০২৩  

রতন-সভাপতি, শরীফ-সম্পাদক

ফেনী জেলায় কর্মরত সাংবাদিকদের সংগঠন ফেনী সাংবাদিক ইউনিটির ২০২৩-২৪ সালের কমিটি গঠিন হয়েছে। রবিবার সন্ধ্যায় শহরের একটি চাইনিজ রেস্টুরেন্টে অনুষ্ঠিত সাধারণ সভায় উপস্থিত সদস্যদের সর্বসম্মতিক্রমে শেখ ফরিদ রতন (সাপ্তাহিক ফেনীর শক্তি/দৈনিক যুগান্তর) কে সভাপতি ও এম শরীফ ভূঞা (দৈনিক ঢাকা টাইমস/আজকের সময়) কে সাধারণ সম্পাদক করে পূর্ণাঙ্গ কমিটি গঠিত হয়। 
এছাড়া সহ-সভাপতি পদে কাজী হাবিব সুমন (এশিয়ান টিভি), জিয়াউর রহমান হায়দার (সাপ্তাহিক ফেনীর ডাক), সাহিদা সাম্য লীনা (মাসিক আঁচল/দৈনিক দেশবাংলা), সহ-সাধারণ সম্পাদক পদে মিজানুর রহমান রাজু (দৈনিক তরুণ কন্ঠ/নোয়াখালী ওয়েব), কোষাধ্যক্ষ পদে আহসান উল্যাহ (চ্যাণেল এস), দপ্তর ও প্রচার সম্পাদক পদে এটিএম আতিকুল ইসলাম বাদল (দৈনিক বাংলাদেশ সমাচার/আলোকিত বার্তা), কার্যকরি সদস্য পদে ওবায়দুল হক (দৈনিক ঢাকা/সাপ্তাহিক জনপ্রিয়), এম এ দেওয়ানী (দৈনিক মুক্ত খবর), মো: মোশাররফ (দৈনিক নওরোজ/ডেইলি মর্ণিং রোজ), পিনু শিকদার (দৈনিক বাংলাদেশ সময়/দৈনিক সময়ের আলো), মো: মাহবুব  (দৈনিক সচিত্র নোয়াখালী), ওমর ফারুক ভূঞা (সাপ্তাহিক ফেনীর শক্তি), সহযোগী সদস্য পদে  জাহিদুল ইসলাম (সাইবার বার্তা/আজকের সময়), রবিউল আলম (সাপ্তাহিক নোয়াখালী ওয়েব), কাজী নজরুল ইসলাম (সাপ্তাহিক বর্ণমালা/আলোকিত বার্তা)।

এই বিভাগের আরো খবর