সোমবার   ০৮ ডিসেম্বর ২০২৫   অগ্রাহায়ণ ২৪ ১৪৩২   ১৭ জমাদিউস সানি ১৪৪৭

তরুণ কণ্ঠ|Torunkantho
১২

পেঁয়াজের মূল্যবৃদ্ধিতে ক্রেতা-বিক্রেতার নাভিশ্বাস হিলি বাজারে

মোঃ শাহ্ আলম মন্ডল, দিনাজপুর প্রতিনিধি

প্রকাশিত: ৮ ডিসেম্বর ২০২৫  

দিনাজপুরের হিলি বাজারে মাত্র চার দিনের ব্যবধানে খুচরা বাজারে পেঁয়াজের দাম কেজিতে ৩০ টাকা পর্যন্ত বৃদ্ধি পেয়েছে। চাহিদার তুলনায় আমদানি কমে যাওয়ায় বাজারে পেঁয়াজের সরবরাহ সংকট দেখা দিয়েছে বলে জানিয়েছেন ব্যবসায়ীরা।

 

সোমবার (৮ ডিসেম্বর) সকালে হিলি বাজার ঘুরে দেখা যায়, চার দিন আগে প্রকারভেদে যে পেঁয়াজ ৮০ থেকে ৯০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছিল, এখন সেই পেঁয়াজ বিক্রি হচ্ছে ১২০ টাকা কেজিতে। এছাড়া নতুন মুড়ি পেঁয়াজও বিক্রি হচ্ছে ৮০ টাকা কেজি দরে।

 

হিলি বাজারের পেঁয়াজ ব্যবসায়ী সাকিল বলেন, বাজারে এখন সরবরাহ খুব কম। ভারত থেকে পেঁয়াজ আসা শুরু করলে দাম আবার কমে আসবে। আমরা উচ্চ দামে কেনায় বাধ্য হচ্ছি, তাই বিক্রিতেও দাম বাড়াতে হচ্ছে।

 

অন্য আরেক ব্যবসায়ী ফেরদৌস হোসেন বলেন, চার দিনের ব্যবধানে এত দ্রুত দাম বাড়ায় ক্রেতারা ক্ষুব্ধ। আমরাও অসহায়, বেশি দামে কিনে বেশি দামে বিক্রি করতে হচ্ছে।

 

দাম বৃদ্ধিতে সবচেয়ে বিপাকে পড়েছেন সাধারণ ক্রেতারা। তারা বলছেন, হঠাৎ দামের এই উর্ধ্বগতি নিত্যপ্রয়োজনে অতিরিক্ত চাপ সৃষ্টি করছে।

 

ক্রেতা রবিউল ইসলাম বলেন, কয়েক দিন আগেও ৯০ টাকায় পেঁয়াজ কিনেছি। আজ এসে দেখি ১২০ টাকা! এভাবে চলতে থাকলে বাজার করা কষ্টকর হয়ে যাবে।

 

এই বিভাগের আরো খবর