শুক্রবার   ১৯ সেপ্টেম্বর ২০২৫   আশ্বিন ৪ ১৪৩২   ২৬ রবিউল আউয়াল ১৪৪৭

তরুণ কণ্ঠ|Torunkantho
১৪

পূজার কেনাকাটায় জমজমাট বিপণিবিতান, পোশাকের দোকানে অফারের ছড়াছড়ি

অনলাইন ডেস্ক

প্রকাশিত: ১৯ সেপ্টেম্বর ২০২৫  

পূজার কেনাকাটায় জমজমাট বিপণিবিতান, পোশাকের দোকানে অফারের ছড়াছড়ি

শারদীয় দুর্গাপূজা শুরু হতে আর মাত্র নয়দিন বাকি। উৎসবকে সামনে রেখে রাজধানীর বিপণিবিতান ও ফ্যাশন হাউজগুলোতে ক্রেতাদের ভিড় বাড়তে শুরু করেছে। বিশেষ ছাড় ও নতুন কালেকশন দিয়ে ব্র্যান্ডগুলো ক্রেতাদের আকৃষ্ট করার চেষ্টা করছে।

ব্র্যান্ড ও দোকানগুলোতে অফারের সমাহার

  • আড়ং (মিরপুর ১২): শিশু ও নারীদের জন্য নতুন কালেকশন।

  • বাটা (মিরপুর ১০): নারী-পুরুষ-শিশুদের জন্য প্রিমিয়াম কালেকশন, দাম শুরু ১,৪৯৯ টাকা থেকে।

  • ইনফিনিটি (মিরপুর ১২): সিলেকটেড আইটেমে ৫০% ছাড়।

    • শাড়ি: ২,৫০০–৫,০০০ টাকা

    • পাঞ্জাবি: ৩,০০০–৬,০০০ টাকা

    • বাচ্চাদের জামা: ১,৫০০–৩,০০০ টাকা

জনপ্রিয় আইটেম

  • শাড়ি (জামদানি, কাতান, তাঁত)

  • পাঞ্জাবি ও থ্রি-পিস

  • লেহেঙ্গা

  • ব্যাগ ও কসমেটিকস

ক্রেতাদের অভিজ্ঞতা

  • শেফালি কর্মকার (গৃহিণী): “দুই মেয়ের জামা-জুতা কিনেছি, এখন আত্মীয়-স্বজনের জন্য কিনবো।”

  • সুমন সরকার (আগারগাঁও): “পরিবারের সবার জন্য শপিং করেছি। শার্ট, টপস, থ্রি-পিস, পাঞ্জাবি সবই নিয়েছি।”

  • মিঠুন পাল (কলাবাগান): “গ্রামে পূজা করতে যাচ্ছি, তাই বাবা-মা থেকে শুরু করে পরিবারের সবার জন্য হালকা ও সুতি কাপড় কিনেছি।”

বিক্রেতাদের প্রত্যাশা

বিক্রেতারা বলছেন, সন্ধ্যার পর বাজার জমে উঠছে। পূজার আগে শেষ সপ্তাহে বিক্রির গতি আরও বাড়বে বলে আশা করছেন তারা।

এই বিভাগের আরো খবর