বৃহস্পতিবার   ২০ নভেম্বর ২০২৫   অগ্রাহায়ণ ৬ ১৪৩২   ২৯ জমাদিউল আউয়াল ১৪৪৭

তরুণ কণ্ঠ|Torunkantho
২১

পুলিশের উপর হামলায় কঠোর হুঁশিয়ারি ডিএমপি কমিশনারের

রাফিউল ইসলাম তালুকদার

প্রকাশিত: ২০ নভেম্বর ২০২৫  

রাজধানীতে পুলিশের ওপর হামলা বৃদ্ধি নিয়ে কঠোর উদ্বেগ জানিয়েছে ঢাকা মহানগর পুলিশ। ডিএমপি কমিশনার সাজ্জাত আলীর ভাষ্য অনুযায়ী, ধারাবাহিক হামলা অব্যাহত থাকলে এর দায় সাধারণ মানুষকেই বইতে হবে। তার কথায়, "এভাবে চলতে থাকলে একসময় নিজের ঘরবাড়ি নিজেদেরই পাহারা দিতে হবে।"

 

বৃহস্পতিবার (২০ নভেম্বর) ডিএমপির গোয়েন্দা বিভাগের নতুন সাইবার সাপোর্ট সেন্টারের উদ্বোধনী অনুষ্ঠানে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এই সতর্কবার্তা দেন।

 

এর আগের দিন রাতে মিরপুরের পল্লবী থানার সামনে তিনটি ককটেল বিস্ফোরণের ঘটনাকে পুলিশ সরাসরি উদ্দেশ্যপ্রণোদিত হামলা হিসেবে দেখছে। বিস্ফোরণে দায়িত্বে থাকা এএসআই নুর ইসলামসহ তিনজন আহত হন। ঘটনার পর থেকেই এ ধরনের হামলার পেছনে সংগঠিত ‘দুর্বৃত্তচক্র’ সক্রিয় হয়েছে বলে ধারণা করছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।

 

কমিশনার সাজ্জাত আলী বলেন, ককটেল হামলায় পুলিশ সদস্য আহত হওয়ায় বাহিনীর মনোবলে আঘাত লাগে। তার ভাষায়, "ককটেল মেরে পুলিশ সদস্যকে আহত করা হয়েছে। এতে পুলিশের মনোবল ক্ষতিগ্রস্ত হয়। এমন দুর্বৃত্তায়ন না করার অনুরোধ জানাই। এতে শেষ পর্যন্ত সবাই ক্ষতিগ্রস্ত হবেন।"

 

গত ১৬ নভেম্বর বেতার বার্তায় নাশকতা, বিশেষত গাড়িতে আগুন দেওয়া বা ককটেল নিক্ষেপ রোধে প্রয়োজন হলে গুলি চালাতে পুলিশকে নির্দেশ দেন তিনি। এ প্রেক্ষিতে তিনি আবারও মনে করিয়ে দেন যে, "নাশকতা করলে গুলি করার ক্ষমতা পুলিশ আইনে আছে। ককটেল মেরে নাশকতা হলে আইনের কঠোর প্রয়োগের নির্দেশনা দেওয়া আছে।"

এই বিভাগের আরো খবর