শনিবার   ০৩ জানুয়ারি ২০২৬   পৌষ ২০ ১৪৩২   ১৪ রজব ১৪৪৭

তরুণ কণ্ঠ|Torunkantho
৩৩৫

পরিবেশ বান্ধব উপজেলা গড়তে বঙ্গবন্ধু ফাউন্ডেশনের বৃক্ষ রোপন অভিযান

সেকান্দর আলী (ময়মনসিংহ প্রতিনিধি)

প্রকাশিত: ৪ সেপ্টেম্বর ২০২১  

ময়মনসিংহের ফুলপুর উপজেলায় বঙ্গবন্ধু ফাউন্ডেশন কর্তৃক আয়োজিত বৃক্ষ রোপন এর অভিযানের শুভ উদ্বোধন করা হয়। শনিবার সকাল ১১ টায় ফুলপুর প্রাথমিক শিক্ষক সমিতি কার্যালয়ে আনুষ্ঠানিক ভাবে এই কার্যক্রমের শুভ উদ্ভোধন করা হয়। উদ্ভোধনী অনুষ্ঠানে বঙ্গবন্ধু ফাউন্ডেশন ফুলপুর শাখার সভাপতি মোঃ রফিকুল ইসলাম রফিক এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফুলপুর উপজেলা নির্বাহী অফিসার শীতেষ চন্দ্র সরকার, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামীলীগের যুগ্ম আহবায়ক সাবেক ভাইস চেয়ারম্যান মোহাম্মদ হাবিবুর রহমান হাবিব, ফুলপুর থানার অফিসার ইনচার্জ আব্দুল্লাহ আল মামুন, বঙ্গবন্ধু ফাউন্ডেশন ফুলপুর শাখার সাধারণ স¤পাদক নূর মোহাম্মদ তারাকী বাবুলসহ উক্ত সংগঠনের অন্যান্য নেতৃবৃন্দ। 

প্রাকৃতিক দুর্যোগ থেকে বাঁচতে এবং নির্মল আবহাওয়া ও পরিবেশের জন্য প্রত্যেককে গাছ লাগানোর আহবান জানিয়ে ফুলপুর উপজেলা নির্বাহী অফিসার শীতেষ চন্দ্র সরকার বলেন, জলবায়ু পরিবর্তনের ফলে প্রাকৃতিক বিপর্যয় ঘটছে, পরিবেশ রক্ষায় বৃক্ষ রোপনের বিকল্প নেই। পরিবেশ রক্ষায় বৃক্ষরোপনের যে উদ্যোগ বঙ্গবন্ধু ফাউন্ডেশন নিয়েছে তা খুবই প্রশংসনীয়। এই ধরনের উদ্যোগে সকলকে এগিয়ে আসতে হবে। পরিবেশবান্ধব উপজেলা গড়তে সকলকে একসাথে কাজ করার আহবান জানিয়ে উপজেলা আওয়ামীলীগের যুগ্ম আহবায়ক সাবেক ভাইস চেয়ারম্যান মোহাম্মদ হাবিবুর রহমান বলেন, দল-মত নির্বিশেষে সকলকে একসাথে সামাজিক বনায়নের মাধ্যমে গ্রীন ফুলপুর গড়ে তুলতে হবে। তিনি ফুলপুর বন বিভাগের বিরুদ্ধে অভিযোগ করে বলেন, এখানে তারা কোন কাজ করে না। বন বিভাগ কোন চারা বিতরণ করে না। তাদের চারার মান ভাল না। এদের কার্যক্রমের কথা বলতে গেলে নিজেরই লজ্জা লাগে।
 

এই বিভাগের আরো খবর