বৃহস্পতিবার   ০১ জানুয়ারি ২০২৬   পৌষ ১৭ ১৪৩২   ১২ রজব ১৪৪৭

তরুণ কণ্ঠ|Torunkantho
১৭৮

পঞ্চগড়ে সত্যপন  জানা শিক্ষাশ্রম “সত্য পণ বিদ্যাপীঠে”র শুভ সূচনা

পঞ্চগড় প্রতিনিধি

প্রকাশিত: ৬ মার্চ ২০২৩  

পঞ্চগড়ের তাঁরাপাড়া জগদলে ‘সত্য পণ বিদ্যাপীঠের উদ্বোধন উপলক্ষে অনুষ্ঠিত হয় সাংস্কৃতিক অনুষ্ঠান।। সত্যপণ বিদ্যাপীঠের শুভ সূচনা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান মো: আমিরুল ইসলাম, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শিল্পকলা একাডেমির সাধারণ সম্পাদক আবু তোয়বুর রহমান ও এড. তসলিম উদ্দীন। পঞ্চগড় শিল্পকলা একাডেমির বিভিন্ন শিল্পীবৃন্দ গান পরিবেশনের মাধ্যমে অনুষ্ঠানটি মুখরিত করে তোলেন। প্রতিষ্ঠানের প্রতিষ্ঠাতা পরিচালক সিদ্ধাচার্য ইউরী বজ্রমুনি।এলাকার শিশু কিশোরদের স্বাস্থ্য, শিক্ষা,ব্যায়াম নিশ্চিত করার লক্ষ্যে এই প্রতিষ্ঠান করা হয়েছে বলে জানান,  সত্যপণ বিদ্যাপিঠের প্রতিষ্ঠাতা পরিচালক  সিদ্ধাচার্য ইউরী বজ্রমুনি। সত্য পণ করো ধারণ, আগাও সত্যপথে, ভয় যেন ভয় পায়, তোমায় রুখিতে এই প্রতিপাদ্যে প্রতিষ্ঠানটিতে মূলত ১ম ও ২য় শ্রেণির শিক্ষার্থীদের প্রাথমিক স্কুল শেষে অর্থাৎ বিকাল ৩ টা থেকে বিনামূল্যে নৈতিকতা, খেলাধুলা ও ব্যায়াম শেখানো হবে। চৌদ্দ (১৪) জন শিশু শিক্ষার্থী নিয়ে কার্যক্রমে সুচনা করা হলো সত্যপণ বিদ্যাপিঠের।উপজেলা চেয়ারম্যান আমিরুল ইসলাম বলেন, প্রতিষ্ঠানের যে লক্ষ ও উদ্দেশ্য তা বাস্তবায়িত হলে এই এলাকার যুব সমাজ বিপথে যাওয়ার কোনো সুযোগ থাকবে না। সুন্দর সমাজ বিনির্মানে এরকম প্রতিষ্ঠান গড়ে তোলায় প্রতিষ্ঠানের পরিচালক মহোদয়কে সবাইকে ধন্যবাদ জানান তিনি।

 

এই বিভাগের আরো খবর