মঙ্গলবার   ০৪ নভেম্বর ২০২৫   কার্তিক ১৯ ১৪৩২   ১৩ জমাদিউল আউয়াল ১৪৪৭

তরুণ কণ্ঠ|Torunkantho
১১৮

নড়াইলে পুকুরে ডুবে শিশু দুই ভাইয়ের মৃত্যু

নড়াইল প্রতিনিধি

প্রকাশিত: ১৩ জুলাই ২০২৫  

নড়াইলের কালিয়া উপজেলার নড়াগাতী থানার উত্তর খাশিয়াল গ্রামে পুকুরের পানিতে ডুবে সাকিব শেখ (৫) ও মানিক ইসলাম (৪) নামে দুই শিশুর মৃত্যু হয়েছে। শনিবার (১২ জুলাই) সন্ধ্যায় তাদের মরদেহ উদ্ধার করা হয়।

সাকিব উত্তর খাশিয়াল গ্রামের জাকাত শেখের ছেলে। মানিক বরিশাল জেলার আরিফুল ইসলামের ছেলে। সে তার মায়ের সঙ্গে মামাবাড়ি উত্তর খাশিয়াল গ্রামে থাকতো। মৃত্যুবরণকারী দুই শিশু সম্পর্কে মামাতো-ফুফাতো ভাই।


পুলিশ ও নিহতের স্বজন সূত্রে জানা যায়, শনিবার বিকালে সাকিব ও মানিক একসঙ্গে খেলা করার সময় বাড়ির পাশে পুকুরে পড়ে যায়। খোঁজাখুঁজির একপর্যায়ে সন্ধ্যায় পুকুর থেকে থেকে তাদের মরদেহ উদ্ধার করা হয়।


নড়াগাতী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আশিকুর রহমান বিষয়টি নিশ্চিত করে বলেন, ‘আইনি প্রক্রিয়া শেষে মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।’

এই বিভাগের আরো খবর