রোববার   ২৮ ডিসেম্বর ২০২৫   পৌষ ১৪ ১৪৩২   ০৮ রজব ১৪৪৭

তরুণ কণ্ঠ|Torunkantho
২৩৫

নৌকাকে সমর্থন দিয়ে সরে দাঁড়ালেন স্বতন্ত্র প্রার্থী

ব্রাহ্মণবাড়িয়া তেকে মোহাম্মদ ইদ্রিস

প্রকাশিত: ২৪ ডিসেম্বর ২০২৩  

ব্রাহ্মণবাড়িয়া-৫ (নাসিরনগর) আসনে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী ফয়জুর রহমান বাদলকে সমর্থন দিয়ে নির্বাচন থেকে সরে দাঁড়িয়েছেন স্বতন্ত্র প্রার্থী বাংলাদেশ হকি ফেডারেশনের সাধারণ সম্পাদক, ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী যুবলীগের যুগ্ম সাধারণ সম্পাদক এ কে এম মমিনুল হক সাঈদ। এর আগে তিনি রিটার্নিং অফিসারের কার্যালয়ে মনোনয়নপত্র প্রত্যাহার করে নেন।
এসময় সাঈদ বলেন, আসন্ন নির্বাচনকে অংশগ্রহণমূলক করার জন্য শেখ হাসিনার নির্দেশে ব্রাহ্মণবাড়িয়া-৫-এ স্বতন্ত্র প্রার্থী হয়েছিলাম। কিন্তু ইতোমধ্যে আপনারা সবাই দেখছেন ব্রাহ্মণবাড়িয়া-৫-এর নির্বাচন বর্তমানে নৌকা, জাতীয় পার্টি, ইসলামী ঐক্যজোট, বিএমএন এবং সুপ্রিম পার্টির প্রার্থীদের পদচারণায় প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ হয়ে উঠেছে। তাই নৌকার ভোটারদের বিভক্ত না করে নৌকাকে বিজয়ী করাটাই দায়িত্ব¡। সে কারণে আওয়ামী লীগ প্রার্থী ফয়জুর রহমান বাদলকে সমর্থন দিতেই নির্বাচন থেকে সরে এসেছি। তিনি বলেন, কোনো ভয়-ভীতি বা দলীয় চাপের মুখে আমি মনোনয়ন প্রত্যাহার করিনি।

এই বিভাগের আরো খবর