রোববার   ০৫ অক্টোবর ২০২৫   আশ্বিন ২০ ১৪৩২   ১২ রবিউস সানি ১৪৪৭

তরুণ কণ্ঠ|Torunkantho
৬৯৭

নেপালের সানি লিওন আর্চনা পানেরু

তরুণ কণ্ঠ ডেস্ক

প্রকাশিত: ৬ অক্টোবর ২০১৯  

বলিউড অভিনেত্রী সানি লিওনের ভক্ত-অনুরাগীরা কেবল ভারতেই নন, ছড়িয়ে আছে সারা বিশ্বে। সাবেক এই পর্নো তারকার মোহময়ী রূপ আর নজরকাড়া অভিনয় তাঁকে নিয়ে এসেছে বলিউডের প্রথম শ্রেণির অভিনেত্রীর সারিতে।

সংবাদমাধ্যম টাইমস অব ইন্ডিয়ার প্রতিবেদনে জানা যায়, এবার খোঁজ মিলেছে ‘নেপালের সানি লিওন’-এর। এরই মধ্যে এই নামে পরিচিত অভিনেত্রী আর্চনা পানেরু উষ্ণ সব ছবি দিয়ে অন্তর্জালে রীতিমতো ঝড় তুলেছেন।

২০ বছরের তরুণী পানেরু সানি লিওনকে তাঁর রোল মডেল হিসেবে মানেন। ভবিষ্যতে একজন নৃত্যশিল্পী ও ডিজাইনার হতে চান তিনি। তবে ভবিষ্যতে তিনি যা-ই হোন না কেন, এরই মধ্যে তিনি তাঁর সাহসী ছবিগুলোর মাধ্যমে অন্তর্জালের তারকাতে পরিণত হয়েছেন।

আর্চনা পানেরুর মা সুনীতাও একজন অভিনেত্রী ছিলেন। ২০০৮ সালে নেপালে চলে যাওয়ার আগে তিনি ভারতে অভিনয় করতেন। মিউজিক ভিডিওতে অভিনয়ের মাধ্যমে ক্যারিয়ার শুরু করেছিলেন আর্চনা। পরবর্তী সময়ে তিনি চলচ্চিত্রে অভিনয় করা শুরু করেন।

এই বিভাগের আরো খবর