শুক্রবার   ০৩ অক্টোবর ২০২৫   আশ্বিন ১৭ ১৪৩২   ১০ রবিউস সানি ১৪৪৭

তরুণ কণ্ঠ|Torunkantho
৪৭

নিহতদের পরিবারকে ২০ লাখ রুপি দিচ্ছেন বিজয়

বিনোদন ডেস্ক

প্রকাশিত: ২৯ সেপ্টেম্বর ২০২৫  

দক্ষিণী চলচ্চিত্রের মহাতারকা ও তামিলাগা ভেট্টি কাজাগম (টিভিকে) দলের নেতা থালাপতি বিজয়ের রাজনৈতিক জনসভায় ঘটে গেছে ভয়াবহ দুর্ঘটনা। তামিলনাড়ুর করুরে আয়োজিত এই সমাবেশে পদদলিত হয়ে কমপক্ষে ৪০ জনের মৃত্যু হয়েছে। নিহতদের মধ্যে ১৭ নারী, ১৪ পুরুষ, চার কিশোর ও পাঁচ কিশোরী রয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন অন্তত ৬৭ জন, যাদের অনেকেই হাসপাতালে চিকিৎসাধীন।

প্রত্যক্ষদর্শীরা জানান, বিজয়ের মঞ্চে আসতে দেরি হওয়ায় ভিড়ে অস্থিরতা দেখা দেয়। পানি ও খাদ্যের সংকট পরিস্থিতি আরও ঘোলাটে করে তোলে। মুহূর্তের মধ্যে হুড়োহুড়ি শুরু হয়ে ঘটে যায় এই মর্মান্তিক পদদলনের ঘটনা।

এ ঘটনায় পুলিশের পক্ষ থেকে বিজয়ের দলের তিন শীর্ষ নেতা—বাসি আনন্দ, নির্মল কুমার ও ভিপি মথিয়ালাগানের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। অভিযোগ আনা হয়েছে, নিরাপত্তা ও ব্যবস্থাপনায় মারাত্মক গাফিলতির কারণেই এ বিপর্যয় ঘটেছে। তদন্তের জন্য অবসরপ্রাপ্ত এক বিচারকের নেতৃত্বে কমিশন গঠন করা হয়েছে।

দুর্ঘটনায় শোক প্রকাশ করে বিজয় নিহতদের পরিবারের পাশে দাঁড়ানোর ঘোষণা দিয়েছেন। তিনি জানিয়েছেন, প্রতিটি পরিবারকে দেওয়া হবে ২০ লাখ রুপি করে সহায়তা। আহতদেরও আর্থিক সহযোগিতা দেওয়ার পরিকল্পনা রয়েছে।

বিজয়ের সহকর্মী ও দক্ষিণী ফিল্ম ইন্ডাস্ট্রির শিল্পীরাও সামাজিক যোগাযোগমাধ্যমে শোক জানিয়েছেন। অনেকেই লিখেছেন, যে ভালোবাসা বিজয়কে রাজনীতিতে শক্তি দিয়েছে, সেই ভালোবাসাই আজ করুরে পরিণত হয়েছে শোকে।

এই বিভাগের আরো খবর