ব্রেকিং:
জাকসু নির্বাচনের মঞ্চেই নিভে গেল তরুণ শিক্ষিকার আলো শুক্রবার দুপুরের মধ্যে ফলাফল ঘোষণা সম্ভব: জাকসু নির্বাচন কমিশন

শনিবার   ১৩ সেপ্টেম্বর ২০২৫   ভাদ্র ২৮ ১৪৩২   ২০ রবিউল আউয়াল ১৪৪৭

তরুণ কণ্ঠ|Torunkantho
৩২২

নিউজিল্যান্ডকে উড়িয়ে দিয়ে শুরু ভারতের

স্পোর্টস ডেস্ক

প্রকাশিত: ২৩ জানুয়ারি ২০১৯  

১৫৮ রানের লক্ষ্যে খেলতে নেমে বিনা উইকেটেই ৪১ রান তুলে বিরতিতে গিয়েছিল ভারত। বিরতির পর মাত্র এক ওভার খেলা হয়। এরপরই সূর্যের খরতাপে খেলা বন্ধ করে দেয়া হয়। সূর্যের আলো সরাসরি চোখে পড়ায় ব্যাটিংয়ে সমস্যা হচ্ছিল ভারতের।

এরপর যখন খেলা শুরু হয়, ৪৯ ওভারে ভারতের লক্ষ্য দেয়া হয় ১৫৬ রানের। শেখর ধাওয়ান আর বিরাট কোহলির ব্যাটে চড়ে এই লক্ষ্য পেরুতে একদমই কষ্ট হয়নি সফরকারিদের। ধাওয়ান করেন হার না মানা ৭৫ রান। কোহলি ৪৫ করে আউট হন।

এর আগে ভারতীয় বোলারদের তোপে ১২ ওভার বাকি থাকতেই ১৫৭ রানে গুটিয়ে যায় নিউজিল্যান্ড। এক কেন উইলিয়ামসন ছাড়া কেউ পঁচিশের ঘরও ছুঁতে পারেননি। উইলিয়ামসন করেন ৬৪ রান।

ভারতের কুলদ্বীপ যাদব ৩৯ রানে নেন ৪টি উইকেট। মোহাম্মদ শামি ৩টি আর ইয়ুজবেন্দ্র চাহাল নেন ২টি উইকেট।

এই বিভাগের আরো খবর