শনিবার   ০৩ মে ২০২৫   বৈশাখ ২০ ১৪৩২   ০৫ জ্বিলকদ ১৪৪৬

তরুণ কণ্ঠ|Torunkantho
১২০

নাতিকে মাদরাসায় দিতে গিয়ে বাসের ধাক্কায় নানা নিহত

নিজস্ব প্রতিবেদক  

প্রকাশিত: ৯ মে ২০২২  

রাজধানীর ধানমন্ডির ৮ নম্বরে যাত্রীবাহী বাসের ধাক্কায় উজির আহমেদ (৭২) নামের এক বৃদ্ধ নিহত হয়েছেন। সোমবার (৯ মে) সকাল ৬টার দিকে এই দুর্ঘটনা ঘটে।

নিহতের গ্রামের বাড়ি কুমিল্লার লাকসামে। তিনি কলাবাগান স্টাফ কোয়ার্টারে থাকতেন।


নিহতের ছেলে আবদুল মাজেদ বলেন, সকালে আমার বোনের ছেলেকে মাদরাসায় দিয়ে আসতে বের হন বাবা। এসময় সিএনজিতে উঠতে গেলে ‘সাভার পরিবহন’ নামের একটি বাস তাকে ধাক্কা দেয়। এতে তিনি গুরুতর আহত হন। পরে তাকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে আসলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

ঢামেকের পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. বাচ্চু মিয়া মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান, মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে রাখা হয়েছে। বিষয়টি জানানো হয়েছে সংশ্লিষ্ট থানাকে। 

এই বিভাগের আরো খবর