শনিবার   ২২ নভেম্বর ২০২৫   অগ্রাহায়ণ ৭ ১৪৩২   ০১ জমাদিউস সানি ১৪৪৭

তরুণ কণ্ঠ|Torunkantho
১৪

নরসিংদী জেলার বিভিন্ন স্থানে বন্ধ রয়েছে বিদ্যুৎ

মোঃ মোসাদ্দেক হোসাইন ইমন 

প্রকাশিত: ২২ নভেম্বর ২০২৫  

নরসিংদী জেলার বিভিন্ন এলাকায় আজ শনিবার (২২ নভেম্বর ২০২৫) সকাল থেকে বিকেল পর্যন্ত বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকার ঘোষণা দিয়েছে বিদ্যুৎ বিতরণ বিভাগ। সড়ক ও জনপথ বিভাগের চলমান রাস্তা সম্প্রসারণ প্রকল্পের অংশ হিসেবে ঠিকাদারি প্রতিষ্ঠান লাইন স্থানান্তর কাজ পরিচালনা করায় এ শাটডাউন কার্যক্রম নেওয়া হয়েছে।

 

সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, চৌয়ালা সুইচিং স্টেশন থেকে শিবপুর, বিসিক ও বাগহাটা ৩৩ কেভি ফিডার এবং মরজাল ইনকামিং ৩৩ কেভি ফিডার–এ লাইন স্থানান্তরের কাজ চলবে। একই সঙ্গে ইটাখোলা সুইচিং স্টেশন থেকে স্যামসাং ও ট্রান্সকম ৩৩ কেভি ফিডার, এবং মরজাল, নারায়ণপুর ও কুলিয়ারচর আউটগোয়িং ৩৩ কেভি ফিডারেও বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে।

 

এ ছাড়া শিলমান্দী উপকেন্দ্রের অধীন শিলমান্দী, শিবপুর ও দাসপাড়া ১১ কেভি ফিডার, এবং বিসিক উপকেন্দ্রের বৈশাখী, সৈয়দনগর ও পুটিয়া ১১ কেভি ফিডার–এও বিদ্যুৎ শাটডাউন কার্যকর করা হবে। পরিকল্পনা অনুযায়ী এসব এলাকায় সকাল ৮টা থেকে বিকাল ৫টা পর্যন্ত বিদ্যুৎ সরবরাহ সম্পূর্ণ বন্ধ থাকবে।

 

বিদ্যুৎ বিভাগ জানিয়েছে, রাস্তা সম্প্রসারণ কাজের কারণে বিদ্যুৎ লাইন স্থানান্তর অব্যাহত রাখতে হবে, না হলে জনসাধারণের নিরাপত্তা ঝুঁকি এবং অবকাঠামোর ক্ষতির সম্ভাবনা রয়েছে। জনস্বার্থে জরুরি এই রক্ষণাবেক্ষণ কাজ দ্রুত শেষ করতে সংশ্লিষ্ট প্রকৌশলীরা মাঠে কাজ করছেন। প্রয়োজনীয় কাজ শেষ হলে নির্ধারিত সময়ে পুনরায় বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক করা হবে বলেও কর্তৃপক্ষ জানিয়েছে।

 

অন্যদিকে, দিনের বেলায় দীর্ঘ সময় বিদ্যুৎ না থাকায় সাধারণ মানুষ, শিল্প এলাকা, ব্যবসা প্রতিষ্ঠান এবং শিক্ষাপ্রতিষ্ঠানগুলোর দৈনন্দিন কার্যক্রমে সাময়িক ভোগান্তি সৃষ্টি হতে পারে বলে আশা করা হচ্ছে। তবে আগাম ঘোষণা দেওয়ায় স্থানীয়রা প্রস্তুতি গ্রহণের সুযোগ পাচ্ছেন বলে জানিয়েছে প্রশাসন।

 

বিদ্যুৎ বিভাগ সকলকে অনাকাঙ্ক্ষিত সমস্যায় না পড়তে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ ও সহযোগিতা করার আহ্বান জানিয়েছে।

 

এই বিভাগের আরো খবর