রোববার   ২৫ জানুয়ারি ২০২৬   মাঘ ১২ ১৪৩২   ০৬ শা'বান ১৪৪৭

তরুণ কণ্ঠ|Torunkantho
৩১

নবম পে স্কেলে প্রাথমিক শিক্ষকদের জন্য বড় সুখবর

তরুণকণ্ঠ অনলাইন

প্রকাশিত: ২৫ জানুয়ারি ২০২৬  

 

সরকারি চাকরিজীবীদের দীর্ঘদিনের প্রত্যাশিত নতুন বেতন কাঠামোর সুপারিশ চূড়ান্ত করে প্রধান উপদেষ্টার কাছে প্রতিবেদন জমা দিয়েছে বেতন কমিশন। গত বুধবার (২১ জানুয়ারি) কমিশনের চেয়ারম্যান জাকির আহমেদ খান প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের কাছে এই প্রতিবেদন হস্তান্তর করেন।

 

প্রতিবেদনে বর্তমান বেতন কাঠামোয় উল্লেখযোগ্য পরিবর্তনের প্রস্তাব করা হয়েছে। এতে সর্বনিম্ন বেতন ২০ হাজার টাকা এবং সর্বোচ্চ বেতন ১ লাখ ৬০ হাজার টাকা নির্ধারণের সুপারিশ রয়েছে। নতুন স্কেল কার্যকর হলে প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকসহ নিম্ন ও মধ্যম গ্রেডের সরকারি কর্মচারীরা সবচেয়ে বেশি লাভবান হবেন বলে জানা গেছে।

 

বিশেষ করে প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকরা নতুন বেতন কাঠামোয় বড় ধরনের আর্থিক সুবিধা পেতে পারেন। বর্তমানে ১৩তম গ্রেডভুক্ত যেসব শিক্ষকের মূল বেতন ১১ হাজার টাকা, নতুন স্কেলে তা বেড়ে সর্বোচ্চ ২৪ হাজার টাকা পর্যন্ত হওয়ার সম্ভাবনা রয়েছে। ফলে তাদের মূল বেতন দ্বিগুণেরও বেশি বাড়তে পারে।

 

নতুন কাঠামোয় সর্বনিম্ন ও সর্বোচ্চ বেতনের অনুপাত পুনর্নির্ধারণ করা হয়েছে। আগে যেখানে এই অনুপাত ছিল ১:৯.৪, সেখানে তা কমিয়ে ১:৮ করা হয়েছে। কমিশনের মতে, এতে মাঠপর্যায়ের কর্মচারীদের জীবনমান উন্নত হবে। বর্তমানে প্রায় ১৪ লাখ সরকারি কর্মচারী এবং ৯ লাখ পেনশনভোগীর জন্য সরকারের বার্ষিক ব্যয় ১ লাখ ৩১ হাজার কোটি টাকা। প্রস্তাবিত স্কেল বাস্তবায়নে অতিরিক্ত প্রায় ১ লাখ ৬ হাজার কোটি টাকা প্রয়োজন হতে পারে।

 

প্রতিবেদন প্রসঙ্গে কমিশন প্রধান জাকির আহমেদ খান বলেন, ‘শুধু মূল বেতন নয়, ১১তম থেকে ২০তম গ্রেডের কর্মচারীদের জন্য টিফিন ভাতাসহ অন্যান্য আনুষঙ্গিক সুযোগ-সুবিধা বাড়ানোর ওপর বিশেষ জোর দেওয়া হয়েছে।’

 

তিনি আরও জানান,‘নিত্যপণ্যের লাগামহীন দামের কথা মাথায় রেখেই ২ হাজার ৫৫২ জনের মতামত নিয়ে এই ‘বাস্তবসম্মত’ সুপারিশ করা হয়েছে।’

 

কমিশনের প্রস্তাবে সাধারণ ২০টি গ্রেডের বাইরে মন্ত্রিপরিষদ সচিব ও জ্যেষ্ঠ সচিবদের জন্য বিশেষ ধাপ তৈরির সুপারিশও রয়েছে। পাশাপাশি বেসামরিক কর্মচারীদের বেতন কাঠামোর প্রতিবেদন জমা দেওয়ার পর সশস্ত্র বাহিনী ও বিচার বিভাগের জন্য পৃথক বেতন কমিশন গঠনের উদ্যোগ নেওয়া হবে।

 

এ বিষয়ে অর্থ উপদেষ্টা জানান, প্রতিবেদন পর্যালোচনার জন্য একটি বাস্তবায়ন কমিটি গঠন করা হবে। এই কমিটি সুপারিশগুলো কীভাবে এবং কোন প্রক্রিয়ায় কার্যকর করা হবে, সে বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেবে।

এই বিভাগের আরো খবর