রোববার   ২৮ ডিসেম্বর ২০২৫   পৌষ ১৩ ১৪৩২   ০৮ রজব ১৪৪৭

তরুণ কণ্ঠ|Torunkantho
২০৬

নড়াইলে গোয়েন্দা পুলিশের অভিযানে গাঁজাসহ গ্রেফতার ১

উজ্জ্বল রায়, নড়াইল

প্রকাশিত: ১৬ জানুয়ারি ২০২৪  

নড়াইলে ডিবি পুলিশের অভিযানে গাঁজাসহ একজন গ্রেফতার। মাদক ব্যবসায়ের সাথে জড়িত শিহাব মোল্যা (২৫) নামের একজন মাদক কারবারিকে গ্রেফতার করেছে নড়াইল জেলা গোয়েন্দা শাখা পুলিশ। 

গ্রেফতারকৃত শিহাব মোল্যা (২৫) নড়াইল জেলার সদর থানার ডাংগাসিংগা গ্রামের মোঃ গফ্ফার মোল্যার ছেলে। 

সোমবার (১৫ জানুয়ারি) রাতে নড়াইল সদর থানাধীন হবখালি ইউনিয়নের ডাংগাসিংগা গ্রামের জাহাঙ্গীর এর ভাড়াটিয়া গফ্ফার মোল্যার ভাই ভাই ভাতের হোটেলের সামনে থেকে তাকে আটক করা হয়। 

পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে শিহাব মোল্যা (২৫) কে গ্রেফতার করা হয়। এ সময়  আসামির নিকট থেকে  তিনশত গ্রাম গাঁজা জব্দ করা হয়। এ সংক্রান্তে নড়াইল সদর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা রুজু করা হয়েছে। আসামিকে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে। নড়াইল জেলা পুলিশ সুপারের নির্দেশনায় মাদকমুক্ত নড়াইল গড়ার লক্ষ্যে জেলা পুলিশ আন্তরিকভাবে কাজ করে যাচ্ছে।

এই বিভাগের আরো খবর