রোববার   ০৫ অক্টোবর ২০২৫   আশ্বিন ২০ ১৪৩২   ১২ রবিউস সানি ১৪৪৭

তরুণ কণ্ঠ|Torunkantho
২৯১

নকল করে স্থায়ী হওয়া যাবে না; রানু’র উদ্দেশ্যে লতা

অনলাইন ডেস্ক

প্রকাশিত: ৪ সেপ্টেম্বর ২০১৯  

বেশ কিছু দিন ধরেই সামাজিক যোগাযোগ মাধ্যমে পরিচিত হয়ে উঠেছেন রানু মণ্ডল। অনেকে আবার তার গলাকে তুলনা করছিলেন প্রখ্যাত কণ্ঠশিল্পী লতা মঙ্গেশকরের সঙ্গে। রানুর গলায় লতার গান ‘এক প্যায়ার কা নগমা হ্যায়’ ভাইরাল হওয়ার পরেই এই তুলনা ছরিয়ে পরে।

কিন্তু লতার মতো একজন কিংবদন্তির সঙ্গে তুলনা কি আদৌ যৌক্তিক? এ প্রশ্নও উঠেছে বিভিন্ন মহলে। এবার তা নিয়ে মুখ খুললেন স্বয়ং লতা মঙ্গেশকর।

সম্প্রতি ভারতীয় এক সংবাদ সংস্থাকে দেওয়া সাক্ষাৎকারে লতা বলেন, ‘যদি আমার নাম এবং কাজের উসিলায় কারও ভাল হয়, তবে আমি নিজেকে ভাগ্যবান মনে করব। কিন্তু, আমি মনে করি কাউকে নকল করা কখনো স্থায়ী এবং নির্ভরযোগ্য সমাধান হতে পারে না।’

লতার বক্তব্য, ‘আমার, কিশোরদার অথবা মুকেশ ভাইয়ের গান গেয়ে উঠতি গায়কেরা সাময়িক খ্যাতি পেতে পারে। কিন্তু তার স্থায়িত্ব বড় কম।’

রিয়েলিটি শো-তে যে সমস্ত উঠতি গায়ককে দেখা যায় তাদের ভবিষ্যৎ নিয়েও চিন্তিত তিনি। বলছিলেন, ‘অনেক বাচ্চা রয়েছে যারা আমার গান খুব সুন্দর গায়। কিন্তু কত জন তাদের মনে রাখে বলুন তো? প্রথম সাফল্য পাওয়া সহজ। কিন্তু তা ধরে রাখাই আসল। আমার চেনা শুধু মাত্র সুনিধি এবং শ্রেয়া ছাড়া আর কাউকেই কি সেভাবে মনে রেখেছে কেউ?’

তার পরামর্শ, ‘আসল হও। কাউকে নকল কোরো না। যদি আশা নিজের স্টাইলে গান না গেয়ে আমাকে নকল করত তবে সে-ও আজ আশা হত না।’

এই বিভাগের আরো খবর