রোববার   ০৫ অক্টোবর ২০২৫   আশ্বিন ২০ ১৪৩২   ১২ রবিউস সানি ১৪৪৭

তরুণ কণ্ঠ|Torunkantho
৬৪৮

দ্বিতীয় বিয়ে নিয়ে মুখ খুললেন অপু

প্রকাশিত: ২ অক্টোবর ২০১৯  

 

ঢাকাই সিনেমার জনপ্রিয় নায়িকা অপু বিশ্বাস নিজের দ্বিতীয় বিয়ে নিয়ে মুখ খুললেন। সম্প্রতি গণমাধ্যমে সংবাদ প্রকাশ হচ্ছে তিনি দ্বিতীয় বিয়ে করতে যাচ্ছেন। এই বিষয়ে অপু বললেন, বিয়ে নিয়ে এই মুহূর্তে কোনোরকম পরিকল্পনাই নেই। যা ছড়িয়েছে বা ছড়ানো হচ্ছে সবই গুজব। কারণ আমি এখন ছেলে ও ক্যারিয়ার নিয়ে বেশি মনোযোগী। হঠাৎ করে বিয়ের খবরটি কে বা কারা ছড়াল আমি নিজেও জানি না।

তিনি বলেন, সামনে আমার ‘শ্বশুড়বাড়ি জিন্দাবাদ’ ছবিটি মুক্তি পাবে। এখানে বাপ্পী চৌধুরীর সঙ্গে জুটি বেঁধেছি আমি। হতেও পারে আমাদের ভক্তরা আলোচনা তৈরি করতেই এ ধরনেরই ‘ফান পোস্ট’ দিচ্ছেন ফেসবুকে। সেখান থেকেই বিষয়টি কালার করে বাপ্পীর সঙ্গে আমার বিয়ের খবর কিছু প্রকাশ হয়েছে। সেসব নিয়ে আমার মাথা ব্যথা নেই।


 
ইদানীং অপু বিশ্বাসের ‘ধর্ম’ পালন নিয়ে নানা ধরনের কথা উঠেছে বিভিন্ন মহলে। তবে ধর্ম প্রসঙ্গ নিয়ে অপুর সাফ কথা সব ধর্মের প্রতি আমার শ্রদ্ধা রয়েছে। সেই সঙ্গে জানালেন, হ্যাঁ, আমি হিন্দু ধর্ম আছি। আমি পূজা করব এবার, দুর্গাপূজা করব এবার। যা আমি বরাবরই করে আসছি।

উল্লেখ্য, এক সময়ের চলচ্চিত্রের জনপ্রিয় জুটি শাকিব-অপু ২০০৮ সালের ১৮ এপ্রিল গোপনে বিয়ে করেন। ২০১৭ সালের ১০ এপ্রিল বিষয়টি আনুষ্ঠানিকভাবে জানান অপু বিশ্বাস। তাদের সংসারে জন্ম নেয় আব্রাম খান জয়। তবে বিয়ের খবর প্রকাশ্যে আসার পর শাকিব-অপুর সংসার বেশিদিন টেকেনি। ২০১৮ সালে তাদের বিচ্ছেদ ঘটে। বিচ্ছেদের একবছরের মাথায় আবার তার বিয়ে নিয়ে নানা কথা উঠছে। এমনো শোনা গেছে, এবার তিনি হিন্দু ধর্মের পাত্র খুঁজছেন। তবে অপুর কথায় উঠে এলো নিছক সবই গুজব।

এই বিভাগের আরো খবর