বৃহস্পতিবার   ১১ সেপ্টেম্বর ২০২৫   ভাদ্র ২৭ ১৪৩২   ১৮ রবিউল আউয়াল ১৪৪৭

তরুণ কণ্ঠ|Torunkantho
২১২

দেড় বছর পর আবার করোনায় আক্রান্ত ভারতের প্রথম কোভিড রোগী

অনলাইন ডেস্ক

প্রকাশিত: ১৩ জুলাই ২০২১  

তিনিই ছিলেন ভারতের প্রথম করোনা (কোভিড-১৯) আক্রান্ত রোগী। দেশটির কেরালার ত্রিচুরের সেই তরুণীর শরীরে আবার ধরা পড়ল কোভিড সংক্রমণ। তবে তার শরীরে করোনার কোনো উপসর্গ নেই। আপাতত নিজের বাড়িতেই কোয়ারেন্টাইনে আছেন তিনি।

জানা গেছে, অ্যান্টিজেন পরীক্ষার ফল নেগেটিভ এলেও পরে আরটি-পিসিআর পরীক্ষায় ধরা পড়ে করোনা সংক্রমণ।

সম্প্রতি পড়াশোনার জন্যই দিল্লি যাওয়ার পরিকল্পনা ছিল তার। সেজন্যই করোনা পরীক্ষা করাতে হয়। আর তখনই ধরা পড়ে তিনি কোভিড পজিটিভ। যদিও তার পরিবারের আর কোনো সদস্যের শরীরে সংক্রমণ ধরা পড়েনি। তার পরিবারের তরফে জানানো হয়েছে, কিছুদিন আগে করোনা টিকার প্রথম ডোজও নিয়েছিলেন ওই তরুণী। তবুও রোখা গেল না সংক্রমণ।
চীনের মেডিকেল কলেজের ছাত্রী ছিলেন তিনি। ২০২০ সালের জানুয়ারি মাসে যখন চীনে মহামারির সূচনা হয়, সেই সময় দেশে ফিরে আসেন ওই ছাত্রী। এরপরই তার শরীরে ধরা পড়েছিল করোনা সংক্রমণ। দেশের মধ্যে সেই প্রথম দেখা মিলেছিল মারণ ভাইরাসের প্রকোপের। তাকে হাসপাতালে থাকতে হয়েছিল ২৪ দিন। এই দীর্ঘ সময় পিপিই কিট পরেই থাকতে হয়েছিল তাকে। পরে তিনি জানিয়েছিলেন, যেহেতু তিনি মেডিকেলপড়ুয়া তাই তার পক্ষে পরিস্থিতির মোকাবিলা করা সহজ হয়েছিল। পরে তার দুই সহপাঠীর শরীরেও ধরা পড়েছিল করোনা সংক্রমণ।

একবার করোনা আক্রান্ত হয়ে ফের আক্রান্ত হওয়ার ঘটনা খুব বিরল নয়। আইএসএমআর জানিয়েছিল, ২০২০ সালের জানুয়ারি থেকে অক্টোবর পর্যন্ত সময়কালে দেশে একই রোগীর দুবার করোনা আক্রান্ত হওয়ার ঘটনা ঘটেছে ৪.৫ শতাংশ ক্ষেত্রে। 

এই বিভাগের আরো খবর