বৃহস্পতিবার   ২৫ ডিসেম্বর ২০২৫   পৌষ ১০ ১৪৩২   ০৫ রজব ১৪৪৭

তরুণ কণ্ঠ|Torunkantho
১৬২

দুমকিতে জামায়াতের বিক্ষোভ মিছিল, পাঁচ দফা দাবিতে সমাবেশ

জাহিদুল ইসলাম, দুমকি প্রতিনিধি

প্রকাশিত: ২৭ সেপ্টেম্বর ২০২৫  

পঞ্চদফা দাবির সমর্থনে পটুয়াখালীর দুমকিতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। শুক্রবার (২৬ সেপ্টেম্বর) বিকেল ৫টায় উপজেলার নতুন বাজার জনতা কলেজ মোড় থেকে মিছিলটি শুরু হয়ে প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে নতুন বাজার এলাকায় গিয়ে শেষ হয়।

বিক্ষোভ সমাবেশে প্রধান অতিথি ছিলেন পটুয়াখালী-১ আসনের সংসদ সদস্য প্রার্থী ও জেলা নায়েবে আমীর অ্যাডভোকেট নাজমুল আহসান। উপজেলা শাখার আমির মাওলানা জালাল আহমেদের সভাপতিত্বে সমাবেশে বক্তব্য দেন উপজেলা নায়েবে আমীর মাওলানা আলতাফ হোসেন, উপজেলা সেক্রেটারি মাওলানা হাবিবুর রহমান, রাজনৈতিক সেক্রেটারি মাওলানা আবুল খায়ের ও উপজেলা ছাত্রশিবির সভাপতি মাসুদ।

সমাবেশে বক্তারা আসন্ন জাতীয় নির্বাচনে সংখ্যানুপাতিক প্রতিনিধিত্ব (পি.আর) পদ্ধতি বাস্তবায়নসহ পাঁচ দফা দাবির পক্ষে জোর সমর্থন জানান। এতে জামায়াতের শত শত নেতাকর্মী ও সমর্থক অংশ নেন।

এই বিভাগের আরো খবর