রোববার   ২৫ জানুয়ারি ২০২৬   মাঘ ১২ ১৪৩২   ০৬ শা'বান ১৪৪৭

তরুণ কণ্ঠ|Torunkantho
২৬

দুই যুগ পর আজ কুমিল্লা সফরে তারেক রহমান

তরুণকণ্ঠ অনলাইন

প্রকাশিত: ২৫ জানুয়ারি ২০২৬  

দীর্ঘ ২৪ বছর পর আজ কুমিল্লা সফরে যাচ্ছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রচারণার অংশ হিসেবে রোববার (২৫ জানুয়ারি) তিনি কুমিল্লার চৌদ্দগ্রাম, সদর দক্ষিণ ও দাউদকান্দি উপজেলায় পৃথক তিনটি জনসভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেবেন। এই সফরকে ঘিরে কুমিল্লার রাজনৈতিক অঙ্গনে ব্যাপক উৎসবমুখর পরিবেশ সৃষ্টি হয়েছে।

 

সদর দক্ষিণের ফুলতলী এলাকার ডিগবাজি মাঠসহ জনসভাস্থলগুলোতে প্রস্তুতির কাজ শেষ পর্যায়ে। ব্যানার, ফেস্টুন ও তোরণে ছেয়ে গেছে সড়ক ও সমাবেশস্থল। নেতাকর্মীদের শৃঙ্খলা নিশ্চিত করতে জেলা পুলিশের পাশাপাশি বিএনপির নিজস্ব ভলান্টিয়ার ও স্বেচ্ছাসেবক দল কাজ করছে। নিরাপত্তা পরিস্থিতি পর্যবেক্ষণে মাঠে রয়েছে গোয়েন্দা পুলিশের একাধিক টিম।

 

বিএনপির নেতাকর্মীরা জানান, তারেক রহমানের এই সফরে সবচেয়ে জোরালোভাবে ‘কুমিল্লা’ নামে বিভাগ বাস্তবায়নের দাবি তোলা হবে। কুমিল্লা মহানগর বিএনপির সাধারণ সম্পাদক ইউসুফ মোল্লা টিপু বলেন, দুই যুগ পর তারেক রহমানের উপস্থিতি তৃণমূল নেতাকর্মীদের মধ্যে নতুন উদ্দীপনা তৈরি করবে এবং নির্বাচনী লড়াইয়ে বড় ভূমিকা রাখবে।

 

কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপির সাধারণ সম্পাদক আশিকুর রহমান মাহমুদ ওয়াসিম বলেন, এই সফর শুধু কুমিল্লা নয়, পুরো দক্ষিণ-পূর্বাঞ্চলের রাজনীতিতে ইতিবাচক প্রভাব ফেলবে। দীর্ঘদিনের প্রাণের দাবি ‘কুমিল্লা বিভাগ’ বাস্তবায়নের বিষয়টি গুরুত্বের সঙ্গে তুলে ধরা হবে।

এই বিভাগের আরো খবর