বৃহস্পতিবার   ১৮ সেপ্টেম্বর ২০২৫   আশ্বিন ৩ ১৪৩২   ২৫ রবিউল আউয়াল ১৪৪৭

তরুণ কণ্ঠ|Torunkantho
২০

‘তোমাদের রোমিও’ মিউজিক ভিডিওতে নতুন ছাপ রাখলেন রাফিও

বিনোদন ডেস্ক

প্রকাশিত: ১৮ সেপ্টেম্বর ২০২৫  

বাংলাদেশের নবীন প্রজন্মের আলোচিত অভিনেতা মোসাদ্দেক রাফিও সম্প্রতি হাজির হয়েছেন নতুন মিউজিক ভিডিও ‘তোমাদের রোমিও’ তে। প্রকাশের পর থেকেই ভিডিওটি তরুণ দর্শকের মধ্যে দারুণ সাড়া ফেলছে। গানটির শিল্পী ও গীতিকার এএইচ রোমিও, সুর ও সংগীত করেছেন রবিন রোউফ, আর দৃশ্য ধারণ করেছেন চিত্রগ্রাহক সোফিয়ান এসএফ। অভিনয়ে অংশ নিয়েছেন মোসাদ্দেক হোসাইন রাফিও, এএইচ রোমিও ও আরমান হোসাইনসহ আরও অনেকে।

 

রাফিওর উপস্থিতি ভিডিওটিকে আরও প্রাণবন্ত করেছে বলে মনে করছেন দর্শক। বিনোদন অঙ্গনের পর্যবেক্ষকরা বলছেন, নাটক ও চলচ্চিত্রের পাশাপাশি সংগীতনির্ভর কনটেন্টে তার পদচারণা তার ক্যারিয়ারকে বৈচিত্র্যময় করে তুলছে। ভিডিওর গল্প ও ভিজ্যুয়াল নির্মাণে তরুণ প্রজন্মের অনুভূতি, ভালোবাসা ও সম্পর্কের টানাপোড়েন ফুটে উঠেছে। সামাজিক যোগাযোগমাধ্যম ও ইউটিউবে প্রকাশের পর থেকেই তরুণরা এটি নিজেদের গল্পের প্রতিফলন হিসেবে দেখছেন।

 

শুধু মিউজিক ভিডিও নয়, নাটকেও দর্শকের দৃষ্টি কেড়েছেন রাফিও। বিশেষ করে ‘কিস্তির স্যার’ নাটকে অভিনয় করে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করেছেন তিনি। এর বাইরে অভিনয় করেছেন ‘অফিস বস’, ‘Warning’, ‘লেডি গুন্ডি’, ‘ডাবল সেটিং’, ‘চাষীর সুখ-দুঃখ’, ‘বউয়ের মন পুলিশ পুলিশ’, 'বেসামাল প্রেম' ও ‘স্বামীর মন’-এর মতো বিভিন্ন নাটক ও ওয়েব কনটেন্টে। প্রতিটি কাজেই অভিনয়ের ভিন্নতর ধারা ফুটিয়ে তোলার চেষ্টা করেছেন তিনি।

 

২০২৪ সালে তিনি অভিনয় করেছেন আলোচিত সিনেমা ‘অপারেশন জ্যাকপট’–এ। এখনো মুক্তি না পাওয়া এ ছবিটি খুব শিগগিরই বড় পর্দায় আসছে বলে জানা গেছে। এ ছবিকে ঘিরে তার ভক্তদের মধ্যে ইতোমধ্যেই ব্যাপক প্রত্যাশা তৈরি হয়েছে।

 

এছাড়া বিজ্ঞাপন জগতেও কাজ করেছেন রাফিও। প্রাণ গ্রুপ ও Melody & Co.–এর বিজ্ঞাপনে মডেল হয়ে দর্শকের নজর কাড়েন তিনি।

 

নিজের নতুন মিউজিক ভিডিও নিয়ে রাফিও বলেন, “দর্শকের ভালোবাসাই একজন শিল্পীর সবচেয়ে বড় প্রাপ্তি। আশা করি, ‘তোমাদের রোমিও’ সবার হৃদয়ে জায়গা করে নেবে।”

 

সব মিলিয়ে নাটক, সিনেমা, বিজ্ঞাপন ও মিউজিক ভিডিও—সবক্ষেত্রেই সমানতালে এগিয়ে যাচ্ছেন মোসাদ্দেক রাফিও। তার বৈচিত্র্যময় কাজ তরুণ প্রজন্মের কাছে এক নতুন অনুপ্রেরণা হয়ে উঠছে।

এই বিভাগের আরো খবর