সোমবার   ০৬ অক্টোবর ২০২৫   আশ্বিন ২১ ১৪৩২   ১৩ রবিউস সানি ১৪৪৭

তরুণ কণ্ঠ|Torunkantho
১৯

তিতাস উপজেলা আহ্বায়ক-সচিব দলীয় শৃঙ্খলা ভঙ্গের দায়ে কমিটি বিলুপ্ত!

কুমিল্লা প্রতিনিধি

প্রকাশিত: ৬ অক্টোবর ২০২৫  

 কুমিল্লার তিতাস উপজেলা শাখা জাসাস কমিটি বিলুপ্ত ঘোষণা করেছেন কুমিল্লা উত্তর জেলা জাসাসের আহ্বায়ক কামাল পারভেজ ডালিম ও সদস্য সচিব এস এম মিজান। তাদের উভয়ের  স্বাক্ষরিত  গতকাল  (৬ অক্টোবর) রাত সাড়ে ৯ টায় কুমিল্লা উত্তর জেলা জাসাসের প্যাডে লিখিত নোটিশে উল্লেখ করেন তিতাস উপজেলা শাখা জাসাস কমিটির আহ্বায়ক সামির হোসেন ও সদস্য সচিব মো.দেলোয়ার হোসেন দলীয় শৃঙ্খলা ভঙ্গের দায়ে কেন্দ্রীয় কমিটির নির্দেশে উক্ত কমিটি বিলুপ্ত ঘোষণা করা হলো এবং পরবর্তী কমিটি না হওয়া পর্যন্ত তিতাস উপজেলা জাসাসের সকল কার্যক্রম স্থগিত করা হলো।

 

এর আগে শনিবার রাতে উক্ত কমিটির ৮ নং যুগ্ম আহ্বায়ক সোহেল মুন্সির বিরুদ্ধে তিতাস উপজেলার কেশবপুর বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আলী গোফরান খানকে গালাগাল করার অডিও রেকড ভাইরাল হওয়ার অভিযোগে

দল থেকে আজীবনের বহিষ্কার করেন। এবিষয়ে কুমিল্লা উত্তর জেলা জাসাস এর আহ্বায়ক কামাল পারভেজ ডালিম বলেন,সামির হোসেনকে আগেও আমরা শোকজ করে ছিলাম এবং আমাদেরকে না জানিয়ে কোনো সম্মতি পত্র না নিয়ে

তিনি তিতাস উপজেলা বিএনপির প্রচার সম্পাদক হয়েছেন।

 

এছাড়াও আরো অনেক অভিযোগ রয়েছে সামির হোসেন এর বিরুদ্ধে। অপরদিকে সদস্য সচিব দেলোয়ার হোসেন এর বিরুদ্ধে ও বিভিন্ন অভিযোগ রয়েছে।  সম্প্রতি তিতাসের

জগতপুর ইউনিয়নে আমাদের একটি প্রোগ্রামে প্রধান অতিথি কুমিল্লা উত্তর জেলা বিএনপির আহ্বায়ক আক্তারুজ্জামান সরকারের  উপস্থিতিতে দেলোয়ার হোসেন ও ৮নং যুগ্ম আহ্বায়ক সোহেল মুন্সি দলীয় শৃঙ্খলা ভঙ্গ করে হট্টগোল সৃষ্টি

করেছে।

 

এছাড়াও  অবৈধ বালু ব্যবসা, বাতাকান্দি বাজারে জোর করে এক বিধবা নারীর জায়গা দখলসহ  সামিরের  বিরুদ্দ্বে  এবং দড়িকান্দিতে অবৈধ ভাবে জনৈক ব্যক্তির জায়গা দখলের অভিযোগ দেলোয়ারের বিরুদ্ধে  রয়েছে বলে

জানাযায়।।  দলীয় শৃঙ্খলা ভংগের অভিযোগে জাসাস থেকে বহিষ্কৃত সামির  উপজেলা বিএনপি র প্রচার সম্পাদক পদে  কি ভাবে বহাল থাকে সে বিষয়ে এখন জনমনে প্রশ্ন।

 

 

এই বিভাগের আরো খবর