শনিবার   ০৩ জানুয়ারি ২০২৬   পৌষ ২০ ১৪৩২   ১৪ রজব ১৪৪৭

তরুণ কণ্ঠ|Torunkantho
৩১৪

তিতাসে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্থ নুরজাহানের পাশে জাগ্রত একতা সংঘ

তাসীন তিহামী

প্রকাশিত: ২৮ আগস্ট ২০২১  

কুমিল্লার তিতাসে অগ্নিকাণ্ডে ঘর পুড়ে যাওয়া হতদরিদ্র স্বামীহারা নুরজাহানকে আর্থিক সহায়তা দিয়েছে জাগ্রত একতা সংঘ।
জাগ্রত একতা সংঘের ৩০জন সদস্যের নিজস্ব অর্থায়নে উপজেলার জগতপুর ইউনিয়নের ভাটিপাড়া গ্রামে অগ্নিকাণ্ডে ঘর পুড়ে যাওয়া হতদরিদ্র বিধবার ঘর নির্মাণের জন্য নগদ ৩৫,০০০ টাকা আর্থিক সহায়তা দেয়া হয়। 
এসময় উপস্থিত ছিলেন, সংগঠনের সভাপতি হাজী শফিকুল ইসলাম, সাধারণ সম্পাদক ওমর ফারুক, সহ-সভাপতি মাসুদ করিম মেম্বার, অর্থ সম্পাদক শহিদুল ইসলাম, উপদেষ্টা মন্ডলীর সদস্য মোখলেছুর রহমান, উপদেষ্টা মন্ডলীর সদস্য আঃ হক মেম্বার প্রমুখ। 
উল্লেখ্য, গত মঙ্গলবার দিবাগত রাত ২টায় উপজেলার জগতপুর ইউনিয়নের ভাটিপাড়া গ্রামের হতদরিদ্র বিধবা নুরজাহানের থাকার একমাত্র ঘর পুড়ে ভস্মীভূত হয়ে যায়। নুরজাহান তার এক প্রতিবন্ধী মেয়ে ও এক অসুস্থ ছেলেকে নিয়ে সেই ঘরে বসবাস করতেন।
ক্ষতিগ্রস্থ নুরজাহান বেগম আর্থিক সহায়তা পেয়ে বলেন, "আমি উপজেলা ইঞ্জিনিয়ার অফিসে মাটি কাডার মহিলা হিসেবে কাজ করতাম। ঘর পুইড়া যাওয়ায় সহায় সম্বলহীন হইয়া গেছিলামগা। জাগ্রত একতা সংঘ আমারে নগদ ৩৫ হাজার টেহা দিয়া সাহায্য করছে, আমি নামাজ পইড়া তাগো লাইগ্যা দোয়া করমু।
তারিখ: ২৮-০৮-২১ খ্রি.
 

এই বিভাগের আরো খবর