শুক্রবার   ০৩ অক্টোবর ২০২৫   আশ্বিন ১৭ ১৪৩২   ১০ রবিউস সানি ১৪৪৭

তরুণ কণ্ঠ|Torunkantho
৪০

তবে কি কিয়ারার পরিবর্তে অনিত

বিনোদন ডেস্ক

প্রকাশিত: ২৪ সেপ্টেম্বর ২০২৫  

সন্তানের জন্য মায়েরা নানারকম ত্যাগ শিকার করেন। বলিউড অভিনেত্রী কিয়ারা আদভানিও তার ব্যতিক্রম নন। সদ্য মাতৃত্বের স্বাদ পাওয়া কিয়ারা এরই মধ্যে ছেড়ে দিয়েছেন ‘ডন থ্রি’ সিনেমাটি। 

‘ডন’ ফ্র্যাঞ্চাইজির তৃতীয় এই সিনেমায় অভিনয়ের জন্য কয়েকজন অভিনেত্রীকে ইঁদুর দৌড়ে অংশ নিতে দেখা গিয়েছিল। অথচ নবজাতকের পাশে থাকার অবলীলায় সিনেমাটি ছেড়ে দিয়েছেন কিয়ারা। তবে ‘শক্তি শালিনী’ সিনেমার বেলায় ঘটেছে ঠিক উল্টো ঘটনা। কিয়ারা নিজেই যখন এই সিনেমায় অভিনয়ের জন্য প্রস্তুত, তখন নির্মাতার পক্ষ থেকে এসেছে দুঃসংবাদ। 

 

পরিচালক জানিয়েছেন, ‘শক্তি শালিনী’ সিনেমা থেকে কিয়ারাকে বাদ দিয়ে অনিত পাড্ডার কথা ভাবা হচ্ছে। 

আজকালসহ ভারতের একাধিক সংবাদমাধ্যম থেকে জানা গেছে, ‘সাইয়ারা’ অভাবনীয় সাফল্যে নির্মাতাদের নজরে এখন এই সিনেমার তরুণ দুই অভিনয়শিল্পী আহান পান্ডে ও অনিত পাড্ডা।

 

 

এদিকে আহান পান্ডে এখন প্রস্তুতি নিচ্ছেন যশরাজ ফিল্মসের একটি আসন্ন অ্যাকশন প্রজেক্টের জন্য। অন্যদিকে ম্যাডক ফিল্মসের হরর কমেডি ইউনিভার্সের পরবর্তী ছবি ‘শক্তি শালিনী’-তে কিয়ারা আদভানি আর থাকছেন না। তাঁর পরিবর্তে সেই চরিত্রে দেখা যাবে অনিতকে।

সংবাদমাধ্যমগুলো আরও জানিয়েছে, গত দুই মাস ধরে অনিতের সঙ্গে আলোচনা চলছিল। ‘সাইয়ারা’ সিনেমায় ওর কাজ দেখে প্রযোজক দীনেশ ভিজন মুগ্ধ হন এবং ঠিক করেন, তাঁর হরর ইউনিভার্সের পরবর্তী অধ্যায় অনিতকে দিয়ে শুরু করবেন।

সিনেমাটি ৩১ ডিসেম্বর, ২০২৫-এ মুক্তি দেওয়ার পরিকল্পনার কথাও জানিয়েছেন প্রযোজক। যে কারণে সিনেমা নির্মাণ প্রস্তুতি চলছে জোরেসোরে। ইতোমধ্যেই অনিতের লুক টেস্ট নেওয়া হয়ে গেছে।

সিনেমা নির্মাণের দায়িত্ব দেওয়া হচ্ছে পরিচালক আদিত্য সরপোতদারকে। তবে পরিচালকের বিষয়ে এখনও চূড়ান্ত কোনো ঘোষণা আসেনি। তবে শক্তি শালিনীর অভিনেত্রী হিসেবে কিয়ারাকে যে আর ভাবা হচ্ছে না, তা স্পষ্ট করেই জানিয়ে দেওয়া হয়েছে।

এই বিভাগের আরো খবর