রোববার   ২১ ডিসেম্বর ২০২৫   পৌষ ৬ ১৪৩২   ০১ রজব ১৪৪৭

তরুণ কণ্ঠ|Torunkantho
৩২

ডিমলায় ওসমান হাদির খুনিদের গ্রেপ্তার করে বিচারের দাবিতে বিক্ষোভ

আব্দুর রহিম রিয়াদ, ডিমলা(নীলফামারী) প্রতিনিধি

প্রকাশিত: ২০ ডিসেম্বর ২০২৫  

ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শরিফ ওসমান হাদির খুনিদের গ্রেপ্তারে করে বিচারের দাবিতে নীলফামারীর ডিমলায় বিক্ষোভ মিছিল ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার(১৯ ডিসেম্বর) বিকেলে উপজেলা সদরের বিজয় চত্ত্বর থেকে আপামর জুলাই ঐক্য সাধারণ ছাত্র-জনতার ব্যানারে একটি বিক্ষোভ মিছিল বেড় হয়ে সদরের প্রধান-প্রধান সড়ক প্রদক্ষিণ করে সেখানে ফিরে হাদির রুহের মাগফিরাত কামনায় বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়।এ সময় অন্যান্যদের বক্তব্য দেন, উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মিজানুর রহমান সবুজ, জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) যুবশক্তির কেন্দ্রীয় সংগঠক সাইদুজ্জামান বাবু, ইসলামিয়া ডিগ্রি কলেজ ছাত্রদল সভাপতি প্রিন্স লিমন, জেলা ছাত্রদলের সাবেক সদস্য সেলিম ইসলাম সাগর, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ডিমলা উপজেলা শাখার আহ্বায়ক আশরাফুল আলম, জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) ডিমলা উপজেলা শাখার যুগ্ম সমন্বয়কারী জিয়ারুল ইসলাম জিয়া, ছাত্র অধিকার পরিষদ উপজেলা শাখার সাধারণ সম্পাদক আজিনুর রহমান প্রমূখ।প্রসঙ্গত: গত ১২ ডিসেম্বর রাজধানীর পুরানা পল্টনের বক্স কালভার্ট সড়কে ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শরিফ ওসমান হাদিকে হত্যার উদ্যেশ্যে মাথায় গুলি করে সন্ত্রাসীরা। প্রথমে তাঁকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল ও পরে এভারকেয়ার হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়। অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য ১৫ ডিসেম্বর তাঁকে এয়ার অ্যাম্বুলেন্সে করে সিঙ্গাপুরে নেওয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় গত বৃহস্পতিবার তিনি শেষ নিশ্বাস ত্যাগ করেন।

 

এই বিভাগের আরো খবর