রোববার   ১১ জানুয়ারি ২০২৬   পৌষ ২৮ ১৪৩২   ২২ রজব ১৪৪৭

তরুণ কণ্ঠ|Torunkantho
১৪৪

ট্রাম্পের হুমকির পর ফিফার প্রতিক্রিয়া:নির্ধারিত শহরগুলোই বিশ্বকাপ

তরুণ কণ্ঠ রিপোর্ট

প্রকাশিত: ১৬ অক্টোবর ২০২৫  

২০২৬ সালের ফুটবল বিশ্বকাপ আয়োজন নিয়ে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মন্তব্যের জবাবে আন্তর্জাতিক ফুটবল সংস্থা ফিফা জানিয়েছে, নির্ধারিত ১৬টি শহরই টুর্নামেন্ট আয়োজনের জন্য “সম্পূর্ণ প্রস্তুত থাকবে” বলে তাদের আশা।

বুধবার (১৬ অক্টোবর) এক বিবৃতিতে ফিফার মুখপাত্র বলেন, “আমরা বিশ্বাস করি, সব আয়োজক শহর সফলভাবে টুর্নামেন্ট আয়োজনের শর্ত পূরণ করবে। বিশ্বজুড়ে ফিফার সব ইভেন্টে নিরাপত্তা ও সুরক্ষা সর্বোচ্চ অগ্রাধিকার পায়। তবে নিরাপত্তা নিশ্চিত করার দায়িত্ব সংশ্লিষ্ট সরকারের।”

এর আগে প্রেসিডেন্ট ট্রাম্প নিরাপত্তা ইস্যুতে কিছু শহর থেকে ম্যাচ সরিয়ে নেওয়ার সম্ভাবনার কথা উল্লেখ করেন। তিনি বলেন, “যদি কোনো শহর খারাপভাবে কাজ করে বা নিরাপত্তা পরিস্থিতি সন্তোষজনক না হয়, আমি ফিফা প্রধান জিয়ান্নি ইনফান্তিনোকে বলব ম্যাচ সরিয়ে নিতে, এবং তিনি সেটি সহজেই করবেন।”

ট্রাম্প আরও ইঙ্গিত দেন, প্রয়োজনে ২০২৮ সালের লস অ্যাঞ্জেলেস অলিম্পিকের কিছু ইভেন্টও সরিয়ে নেওয়া হতে পারে।

২০২৬ বিশ্বকাপে যুক্তরাষ্ট্র, কানাডা ও মেক্সিকো যৌথভাবে আয়োজক দেশ হিসেবে থাকছে। এর মধ্যে যুক্তরাষ্ট্রের ১১টি শহরে টুর্নামেন্টের মূল পর্ব অনুষ্ঠিত হবে। বোস্টন সাতটি, সান ফ্রান্সিসকো ও সিয়াটল ছয়টি করে এবং লস অ্যাঞ্জেলেস আটটি ম্যাচ আয়োজন করবে।

৪৮ দল নিয়ে বিশ্বকাপ শুরু হবে ২০২৬ সালের ১১ জুন এবং শেষ হবে ১৯ জুলাই।
উল্লেখ্য, চলতি বছর ট্রাম্প নিজেকে হোয়াইট হাউসের ‘বিশ্বকাপ টাস্কফোর্স’-এর চেয়ারম্যান হিসেবে নিয়োগ দিয়েছেন।

এই বিভাগের আরো খবর