ব্রেকিং:
জাকসু নির্বাচনের মঞ্চেই নিভে গেল তরুণ শিক্ষিকার আলো শুক্রবার দুপুরের মধ্যে ফলাফল ঘোষণা সম্ভব: জাকসু নির্বাচন কমিশন

শনিবার   ১৩ সেপ্টেম্বর ২০২৫   ভাদ্র ২৮ ১৪৩২   ২০ রবিউল আউয়াল ১৪৪৭

তরুণ কণ্ঠ|Torunkantho
৬৯

টেস্টে মুমিনুলের ১৩তম হাফসেঞ্চুরি

প্রকাশিত: ২২ নভেম্বর ২০১৮  

ক্যারিয়ারের শুরু থেকেই টেস্টে বাংলাদেশের ব্যাটিং ভরসা মুমিনুল হক। কিন্তু অফফর্মের কারণে একটা সময় তার জায়গা নিয়েও কথা উঠেছিল বেশ। জিম্বাবুয়ের বিপক্ষে সর্বশেষ সিরিজে সেই সমালোচনা মাথায় নিয়েই খেললেন ১৬১ রানের দুর্দান্ত এক ইনিংস।

অফফর্ম কাটিয়ে ফেরা মুমিনুল এক ইনিংস বিরতি দিয়ে তুলে নিয়েছেন আরেকটি হাফসেঞ্চুরি। চট্টগ্রামে আজ ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সিরিজের প্রথম টেস্টের প্রথম দিনে ক্যারিয়ারের ১৩তম হাফসেঞ্চুরি পূর্ণ করেছেন মুমিনুল।


ইনিংসের শুরুতেই ধাক্কা। আবারও ব্যাটিং বিপর্যয়ের শঙ্কায় ছিল বাংলাদেশ। ইমরুল কায়েস আর মুমিনুল হকের ব্যাটে সে শঙ্কা দারুণভাবে কাটিয়ে উঠেছে টাইগাররা।

দ্বিতীয় উইকেটে ইমরুল-মুমিনুল এখন পর্যন্ত অবিচ্ছিন্ন আছেন ৮৭ রানে। এই রিপোর্ট লেখা পর্যন্ত বাংলাদেশের সংগ্রহ ১ উইকেটে ৮৮ রান। ইমরুল ৩০ আর মুমিনুল ৫২ রান নিয়ে ব্যাট করছেন।

টস জিতে প্রথমে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ। তবে কুয়াশা ভেজা পিচে শুরুটা যেমন দরকার ছিল, তেমন হয়নি। দিনের তৃতীয় বলেই শূন্য রানে আউট হয়ে সাজঘরে ফেরেন দীর্ঘদিন পর দলে জায়গা করে নেয়া সৌম্য সরকার। ক্যারিবীয় পেসার কেমার রোচের দুর্দান্ত এক ডেলিভারিতে উইকেটের পেছনে ক্যাচ হন বাঁহাতি এই ওপেনার।

এই বিভাগের আরো খবর