শনিবার   ১৭ মে ২০২৫   জ্যৈষ্ঠ ৩ ১৪৩২   ১৯ জ্বিলকদ ১৪৪৬

তরুণ কণ্ঠ|Torunkantho
৩৯৮

টিকটক থেকে ওয়েব সিরিজে মিস্টার ফয়সু

প্রকাশিত: ৩১ আগস্ট ২০২০  

টিকটক তারকা ফয়সাল শেখ। নেট-দুনিয়ায় তিনি মিস্টার ফয়সু নামে পরিচিত। এবার পর্দা কাঁপাতে প্রস্তুত এ তরুণ।

ভারতের জনপ্রিয় নির্মাতা একতা কাপুরের বড় বাজেটের ওয়েব সিরিজ ‘ব্যাং ব্যাং’-এ দেখা যাবে ফয়সালকে। সম্প্রতি এ অ্যাকশন থ্রিলারের টিজার প্রকাশিত হয়েছে, যেখানে দেখা গেছে ফয়সালকে। অন্তর্জাল দুনিয়ার অন্যতম পরিচিত মুখ মিস্টার ফয়সুর সঙ্গে দেখা গেছে রুহি সিংকেও। টিজারে এ তারকার মারকুটে ভঙ্গি অন্তর্জালবাসীর  নজর কেড়েছে।

ইন্ডিয়া টিভির অনলাইন সংস্করণের খবর, নিজের ইনস্টাগ্রাম হ্যান্ডেলে শোর টিজার প্রকাশ করেছেন ফয়সাল শেখ ওরফে মিস্টার ফয়সু। মজার ক্যাপশনও দিয়েছেন, ‘যখন এক বিন্দাস মেয়ের সঙ্গে বিন্দাস ছেলের দেখা হয়, কী ঘটে?’

এএলটি বালাজি ও জি ফাইভ প্রযোজিত ‘ব্যাং ব্যাং’ ভারতের অন্যতম জনপ্রিয় অ্যাকশন থ্রিলার। ভিডিওতে দেখা যায়, রুহি সিংয়ের ওপর আক্রমণ চালায় কয়েক জন দুর্বৃত্ত। ঠিক সে সময় মোটরসাইকেলে করে অ্যাকশন মুডে প্রবেশ করেন মিস্টার ফয়সু। তারপর নায়কোচিত অ্যাকশন।

অন্তর্জালে টিকটক ভিডিওর মাধ্যমে পাদপ্রদীপের আলোয় আসেন মিস্টার ফয়সু। তাঁর অসংখ্য ভিডিও অন্তর্জালে ভাইরাল হয়েছে। অবশ্য সম্প্রতি ভারত সরকার সে দেশে চীনা টিকটক অ্যাপ বন্ধ করে দেয়।

ইনস্টাগ্রামেও তুমুল জনপ্রিয় মিস্টার ফয়সু। এ মাধ্যমে তাঁর অনুসারী ১৩.৫ মিলিয়ন। এবার দেখা যাক, পর্দায় কেমন ঝড় তোলেন।

এই বিভাগের আরো খবর