ব্রেকিং:
জাকসু নির্বাচনের মঞ্চেই নিভে গেল তরুণ শিক্ষিকার আলো শুক্রবার দুপুরের মধ্যে ফলাফল ঘোষণা সম্ভব: জাকসু নির্বাচন কমিশন

শনিবার   ১৩ সেপ্টেম্বর ২০২৫   ভাদ্র ২৮ ১৪৩২   ২০ রবিউল আউয়াল ১৪৪৭

তরুণ কণ্ঠ|Torunkantho
২২৬

টানা দুই হারের পর পিএসজির ড্র

প্রকাশিত: ৫ মে ২০১৯  

মৌসুমের শেষ সময়টায় এসে পিএসজিকে পেয়ে বসেছে টানা ব্যর্থতা। টানা দুই ম্যাচে হারের পর এবার নিজেদের মাঠে নিসের সঙ্গে কোনো রকমে ড্র করেছে দলটি।

প্যারিসে শনিবার রাতে লিগ ওয়ানের ম্যাচটিতে নিসের সঙ্গে ১-১ গোলে ড্র করে পিএসজি। গোলশূন্য প্রথমার্ধের পর দ্বিতীয়ার্ধে একটি করে গোল উভয় দল। লিগে এর আগে দুই ম্যাচে রেন ও মঁপেলিয়ের কাছে হারে পাঁচম্যাচ আগেই শিরোপা নিশ্চিত করে ফেলা পিএসজি।

গোলশূন্য প্রথমার্ধের পর দ্বিতীয়ার্ধের শুরুতেই দান্তের পাসে ইগনাতিউস গানাগোর শটে এগিয়ে যায় নিস। ৬০তম মিনিটে ম্যাচে সমতা ফেরায় পিএসজি। স্পট কিক থেকে গোল করেন নেইমার। আনহেল দি মারিয়াকে অতিথি দলের ডিফেন্ডার প্যাত্রিক বার্নার ফাউল করলে পেনাল্টির বাঁশি বাজান রেফারি। পেনাল্টি কাজে লাগিয়ে পিএসজির হয়ে ৫০তম গোল করলেন নেইমার।

ম্যাচটিতে জয়ের জোরালো সম্ভাবনা ছিল পিএসজির। যোগ করা সময়ের তৃতীয় মিনিটে পেনাল্টি শট লক্ষ্যে রাখতে পারেননি দলটির উরুগুয়ান স্ট্রাইকার এদিনসন কাভানি।

আগেই লিগ শিরোপা নিশ্চিত করা পিএসজির পয়েন্ট দাঁড়িয়েছে ৩৫ ম্যাচে ৮৫।

এই বিভাগের আরো খবর