রোববার   ১৮ মে ২০২৫   জ্যৈষ্ঠ ৪ ১৪৩২   ২০ জ্বিলকদ ১৪৪৬

তরুণ কণ্ঠ|Torunkantho
১২৪

টাঙ্গাইল কেন্দ্রীয় সমবায় ব্যাংকের সভাপতির বিরুদ্ধে মামলা

নিজেস্ব প্রতিবেদক:

প্রকাশিত: ২৩ মার্চ ২০২৪  

দুর্নীতি সংক্রান্ত কাগজপত্র সরবরাহ না করায় টাঙ্গাইল কেন্দ্রীয় সমবায় ব্যাংক লিমিটেডের সভাপতি মো. আমির কুদরত-ই-এলাহী খানের বিরুদ্ধে মামলা দায়ের করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।


দুদকের টাঙ্গাইল জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মো. ফেরদৌস রহমান বাদী হয়ে মামলাটি দায়ের করেন।

শনিবার (২৩ মার্চ) দুদকের উপ-পরিচালক ও জনসংযোগ কর্মকর্তা মো.আকতারুল ইসলাম বলেন, অনুসন্ধানের স্বার্থে টাঙ্গাইল কেন্দ্রীয় সমবায় ব্যাংক লিমিটেডের খাতওয়ারী আয় ও ব্যয়ের বিবরণ, অগ্রিম পাওনা রেজিস্ট্রার এবং অগ্রিম প্রদানের কাগজপত্রসহ প্রয়োজনীয় নথিপত্র ও তথ্য-উপাত্ত চাওয়া হয় দুদক থেকে। একাধিকবার চিঠি দেওয়া হলে তিনি রেকর্ডপত্র সরবরাহ না করে অনুসন্ধান কাজে বিঘ্ন সৃষ্টি করেছেন। এ কারণে তার বিরুদ্ধে দুদক আইনের ১৯ এর ৩ ধারায় গত বৃহস্পতিবার মামলাটি দায়ের করা হয়।

এই বিভাগের আরো খবর