বুধবার   ০৩ ডিসেম্বর ২০২৫   অগ্রাহায়ণ ১৮ ১৪৩২   ১২ জমাদিউস সানি ১৪৪৭

তরুণ কণ্ঠ|Torunkantho
২৭

টঙ্গীতে বিএনপির দোয়া মাহফিল, খালেদা জিয়ার দ্রুত সুস্থতা কামনা

স্টাফ রিপোর্টার

প্রকাশিত: ২ ডিসেম্বর ২০২৫  

গাজীপুর মহানগর বিএনপির উদ্যোগে দলের চেয়ারপার্সন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার দ্রুত রোগমুক্তি কামনায় আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। সোমবার সন্ধ্যায় টঙ্গীর কেরানির টেক এলাকায় এ অনুষ্ঠান আয়োজন করা হয়।

 

ছাত্রদল নেতা ও বিশিষ্ট ব্যবসায়ী সাইমন খানের তত্ত্বাবধানে ও সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন টঙ্গী থানা বিএনপির সাবেক সভাপতি শরাফত হোসেন। এছাড়া গাজীপুর মহানগর বিএনপির সাবেক সদস্য আইয়ুব আলীসহ বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা সভায় অংশ নেন।

 

বক্তারা বলেন, বেগম খালেদা জিয়া দেশের গণতন্ত্র পুনরুদ্ধারের প্রতীক। তার উন্নত চিকিৎসা ও দ্রুত আরোগ্যের জন্য সবার কাছে দোয়া কামনা করেন তারা।

 

আলোচনা সভা শেষে বেগম খালেদা জিয়ার সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করে বিশেষ মোনাজাত করা হয়। পরে উপস্থিত নেতাকর্মীদের মাঝে তাবারক বিতরণ করা হয়।

এই বিভাগের আরো খবর