রোববার   ২৮ ডিসেম্বর ২০২৫   পৌষ ১৪ ১৪৩২   ০৮ রজব ১৪৪৭

তরুণ কণ্ঠ|Torunkantho
২৪৩

জুড়ীতে সড়ক দুর্ঘটনায় এক শিক্ষার্থী নিহত একজন আহত

মোঃ মাছুম আহমদ জুড়ী মৌলভীবাজার 

প্রকাশিত: ১৪ জানুয়ারি ২০২৪  

মৌলভীবাজারের জুড়ীতে সড়ক দুর্ঘটনায় খাদেজা জান্নাত সুলতানা ( ১২) নামে সপ্তম শ্রেণীর এক শিক্ষার্থী নিহত হয়েছেন। এ সময় নবম শ্রেণীর  অপর শিক্ষার্থী কুলসুমা আক্তার লিজা (১৪) গুরুতর আহত হন। ঘটনাটি রোববার (১৪ জানুয়ারি) জুড়ী উপজেলার ফুলতলা ইউনিয়নের রাগনা - বটলী সড়কে  ঘটেছে। 

 

জানা গেছে, বিরনতলা গ্রামের  জয়নাল আবেদিনের সপ্তম শ্রেণী পড়ুয়া মেয়ে খাদেজা জান্নাত, একই গ্রামের মৃত  মফিজ আলীর  নবম শ্রেণীতে পড়ুয়া মেয়ে কুলসুমা আক্তার লিজা দুপুরে রাগনা বটলী উচ্চ বিদ্যালয় থেকে বাড়ি ফেরার পথে রাগনা -  বটলী সড়কে  লাইটেসের  ধাক্কায় ঘটনাস্থলে খাদেজা প্রাণ হারান। এসময়  কুলছুমা আক্তার লিজা গুরুতর আহত হন। 

 

আহতদের উদ্ধার করে জুড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়ার পর চিকিৎসক খাদেজাকে মৃত ঘোষণা করেন। গুরুতর আহত কুলসুমার অবস্থাও  আশঙ্কাজনক বলে ডাক্তার জানিয়েছেন কুলছুমা আক্তার লিজাকে, উন্নত চিকিৎসার জন্য সিলেট ওসমানী মেডিকেলে রেফার করেন।

এই বিভাগের আরো খবর