শুক্রবার   ০৩ অক্টোবর ২০২৫   আশ্বিন ১৭ ১৪৩২   ১০ রবিউস সানি ১৪৪৭

তরুণ কণ্ঠ|Torunkantho
৫৬

‘জীবনের অর্ধেক কেটে যায় ট্রাফিকেই’: সামিরা খান মাহি

বিনোদন ডেস্ক

প্রকাশিত: ২৫ সেপ্টেম্বর ২০২৫  

ছোট পর্দার জনপ্রিয় অভিনেত্রী সামিরা খান মাহি আবারও ভক্তদের মাঝে আলোচনায়। সম্প্রতি রাজধানীর তীব্র যানজটের মধ্যে প্রেমিক সাদাত শাফি নাবিলের সঙ্গে তোলা ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে শেয়ার করেছেন তিনি। ছবির ক্যাপশনে লিখেছেন, “জীবনের অর্ধেক কেটে যায় ট্রাফিকেই।”

মডেলিং দিয়ে ক্যারিয়ার শুরু করলেও সামিরা খান মাহি এখন নাটক ও বিজ্ঞাপনের নিয়মিত মুখ। ব্যক্তিজীবন নিয়েও বরাবরই খোলামেলা তিনি। দীর্ঘদিন ধরে নাবিলের সঙ্গে প্রেম করছেন এবং সামাজিক যোগাযোগমাধ্যমে প্রায়ই প্রেমিককে নিয়ে ছবি ও অনুভূতি শেয়ার করেন।

সাধারণত অনেক অভিনেত্রী প্রেম-সম্পর্ক গোপন রাখলেও মাহি ভিন্ন পথে হাঁটছেন। তিনি প্রকাশ্যে নিজের সম্পর্ককে স্বীকৃতি দিয়েছেন এবং ভক্তদের সঙ্গেও ভাগ করে নিচ্ছেন। সর্বশেষ শেয়ার করা ছবিগুলোও রাজধানীর যানজটে আটকে থাকা অবস্থায় তোলা।

তার ভক্তরা পোস্টে নানা রকম প্রতিক্রিয়া জানাচ্ছেন। অনেকেই রাজধানীর যানজট প্রসঙ্গে মজার মন্তব্য করেছেন, আবার কেউ কেউ মাহি–নাবিলের সম্পর্কের প্রতি শুভকামনা জানিয়েছেন।

এই বিভাগের আরো খবর