বৃহস্পতিবার   ১৫ জানুয়ারি ২০২৬   মাঘ ২ ১৪৩২   ২৬ রজব ১৪৪৭

তরুণ কণ্ঠ|Torunkantho
২৫

জানা গেল পবিত্র রমজান শুরুর সম্ভাব্য তারিখ

তরুণকণ্ঠ অনলাইন

প্রকাশিত: ১৫ জানুয়ারি ২০২৬  

 

অতি নিকটে চলে এসেছে মুসলিম উম্মাহর সিয়াম সাধনার রমজান মাস। এক মাস পরই শুরু হবে প্রতিটি মুলসিলমের জন্য ইবাদতের এই বিশেষ মাস, যা নির্ধারণ করা হয় চাঁদ দেখার ওপর নির্ভর করে।

 

দুবাইয়ের ইসলামিক অ্যাফেয়ার্স অ্যান্ড চ্যারিটেবল অ্যাকটিভিটিজ ডিপার্টমেন্টের ক্যালেন্ডার অনুযায়ী, আগামী ১৭ ফেব্রুয়ারি থেকে ১৯ ফেব্রুয়ারির মধ্যে রমজান মাস শুরু হতে পারে। রমজান মাসের সম্ভাব্য প্রথম দিন হতে পারে ১৮ ফেব্রুয়ারি।

 

প্রতিবছরের মতোই রমজানের শেষ দিনও চাঁদ দেখার ওপর নির্ভর করবে। সরকারি ক্যালেন্ডার অনুযায়ী, ১৯ মার্চ (বৃহস্পতিবার) হতে পারে রমজান মাসের শেষ দিন। পরদিন মুসলিমরা উদযাপন করবে ঈদুল ফিতর।

হিজরি বর্ষ গণনা করা হয় চাঁদ দেখার ভিত্তিতে। বর্তমানে হিজরি মাস রজব চলছে এবং প্রতিটি হিজরি মাস সাধারণত ২৯ বা ৩০ দিনের হয়।

 

বাংলাদেশে আগামী ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত হবে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন। নির্বাচনের কয়েক দিন পরই শুরু হবে মুসলিম উম্মাহর জন্য গুরুত্বপূর্ণ এই রোজা মাস।

এই বিভাগের আরো খবর